বৈষম্যবিরধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন হয়েছে। চার সদস্য বিশিষ্ট এই কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল। এ ছাড়া মুখ্য সংগঠক হিসেবে কমিটিতে আছেন আব্দুল হান্নান মাসুদ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র করা হয়েছে উমামা ফাতিমা আজ মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলনে এই কমিটি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনের শুরুতে সংগঠনটির নেতা সার্জিস আলম এই কমিটি ঘোষণা করেন। জানানো হয়, দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করা হবে। পূর্ণাঙ্গ কমিটিতে জেন-জি গুরুত্ব পাবে। রাজনৈতিক দল হিসেবে কখনোই এই কমিটি আবির্ভূত হবে না।
ফ্যাসিবাদীরা নানা ফর্মে আবার উত্থানের চেষ্টা করছে উল্লেখ করে তাদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন হাসনাত আব্দুল্লাহ।
এর আগে আজ বিকেলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, সংবিধান সংশোধন, বিগত তিনটি সংসদ নির্বাচন অবৈধ ঘোষণা, ছাত্রলীগ নিষিদ্ধসহ মোট পাঁচ দফা নতুন দাবি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এসব দাবি ঘোষণা করেন হাসনাত আব্দুল্লাহ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ দফার বিষয়ে হাসনাত বলেন, অবিলম্বে ’৭২ এর সংবিধানকে বাতিল করতে হবে এবং সেই সংবিধানের জায়গায় ’২৪ এর গণঅভ্যুত্থানের পক্ষ থেকে নতুন সংবিধান লিখতে হবে; এই সপ্তাহের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আজীবন নিষিদ্ধ করতে হবে; রাষ্ট্রপতিকে এ সপ্তাহের মধ্যে পদচ্যুত করতে হবে, এ সপ্তাহের মধ্যে প্রজাতন্ত্র ঘোষণা করতে হবে, বিগত তিনটি সংসদ নির্বাচন অবৈধ ঘোষণা করতে হবে।
তার আগে আজ বিকেল সাড়ে ৩টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েত শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ও ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে শুরু হয় এই গণজমায়েত।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫