মোঃ সাবিউদ্দিন: জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে অসময়ে হঠাৎ দেখা দিয়েছে তীব্র ভাঙন। নদী ভাঙনে ইতিমধ্যেই বিলীন হয়ে গেছে শত শত হেক্টর ফসলি জমি। হুমকির মুখে বসতভিটাসহ অন্যান্য স্থাপনা। পানি উন্নয়ন বোর্ড জানায় নদী ভাঙন প্রতিরোধে প্রাথমিক বরাদ্দের জন্য আবেদন করা হয়েছে। জামালপুর প্রতিনিধি ফজলে এলাহী মাকাম এর প্রতিবেদনে।
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের উপর দিয়ে বয়ে চলা ব্রহ্মপুত্র নদ হঠাৎ যেন আগ্রাসী হয়ে উঠেছে। রাত-দিন অবিরত ভাঙছে নদের পাড়। শুষ্ক মৌসুমে নদের পানির প্রবাহ স্বাভাবিক থাকলেও ভাঙন শুরু হওয়ায় হতবাক স্থানীয়রা। দুই মাস ধরে চলা ভয়াবহ ভাঙনের কবলে নদের প্রায় এক কিলোমিটার তীর বিলীন হয়ে গেছে। ঋণ নিয়ে ফসল আবাদ করায় তা পরিশোধ করা নিয়েও শঙ্কা রয়েছে কৃষকদের মাঝে। তাই ভাঙন প্রতিরোধে ক্ষতিগ্রস্থরা নিজ উদ্যোগে বালির বস্তা ও বাঁশের খুটি দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা করছেন।
জামালপুর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, ভাঙন রোধে একটি প্রস্তাবনা প্রেরণ করা হয়েছে, যা অনুমোদন হলে পাড় প্রতিরক্ষামূলক কাজ করা হবে। ভাঙনরোধে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছে স্থানীয়রা।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: dailysomoyerdak392@gmail.com
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫