গণশক্তি ডেস্কঃ
আটক ব্যক্তির বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দিয়ে থানায় হস্তান্তর করেছে বিজিবি।
ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে পঞ্চগড় সদর উপজেলা সীমান্ত থেকে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
এ সময় তার কাছে আমেরিকান ডলার, চীনা ইউয়ান, ভারতীয় রুপিসহ প্রায় ৫০ হাজার মুদ্রা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
বৃহস্পতিবার রাতে উপজেলার আমতলী এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন বিজিবি পঞ্চগড় ১৮ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ।
এ ঘটনায় শুক্রবার পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন মীরগড় বিওপির হাবিলদার কালিপদ রায় ওই ব্যক্তির বিরুদ্ধে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে (পাসপোর্ট আইনে) মামলা করেছেন।
আটক ফাইম সাইদ আহমেদ (৪৭) ঢাকার রায়ের বাজার এলাকার পশ্চিম তল্লাবাগ এলাকার প্রয়াত আবু আহম্মেদের ছেলে।
বিজিবি জানায়, রাতে ফাইম ১৮ ব্যাটালিয়নের মীরগড় বিজিবি ক্যাম্পের আওতাধীন বাংলাদেশ-ভারত সীমান্তের মেইন পিলার ৪২২ এর ১০ নম্বর সাব পিলার এলাকায় বাংলাদেশের ভেতর ঘোরাঘুরি করছিলেন। এক পর্যায়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে আটক করেন।
পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে কোনো উত্তর দেননি। এ সময় তার কাছে থাকা একটি ব্যাগ থেকে তিন হাজার ৩০ টাকার বিভিন্ন নোট, ৩০০ ইউএস ডলার, পাঁচ হাজার ৫১০ ভারতীয় রুপি, পাঁচ হাজার ৭৩৭ চায়না ইউয়ানসহ দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
বিজিবি পঞ্চগড় ১৮ ব্যাটালিয়নের অধিনায়ক মনিরুল ইসলাম বলেন, “ওই ব্যক্তি ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। আটকের বিরুদ্ধে মামলা দিয়ে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর ক
রা হয়েছে।”
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫