মোঃ সাবিউদ্দিন: ভোলায় একটি বিশাল আকারের বিরল প্রজাতির কাছিম উদ্ধার করেছে বন বিভাগ। কাছিমটির ওজন প্রায় ৫৫ কেজি বলে ধারণা করছে বন বিভাগ। সোমবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ভোলার মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঈশ্বরগঞ্জ গ্রামের পূর্ব দিকের মেঘনা নদী সংলগ্ন এলাকা থেকে কাছিমটি উদ্ধার করা হয়।
মনপুরা উপজেলার বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. রাশেদুল হাসান এ তথ্য নিশ্চিত করে সাংবাদিকদের জানান, ঈশ্বরগঞ্জ গ্রামের পূর্ব দিকের মেঘনা নদী তীরবর্তী চরে আটকে যায় বিশাল আকারের বিরল প্রজাতির কাছিমটি। স্থানীয় জেলেরা কাছিমটিকে আটকে থাকা অবস্থায় দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেন। পরে আমরা ঘটনাস্থলে পৌঁছে কাছিমটি উদ্ধার করি।
কাছিমটি সম্পূর্ণ সুস্থ ছিল জানিয়ে তিনি বলেন, সকাল সাড়ে ১০টার দিকে মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চর জামশেদের জংলার খাল এলাকার মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।
কাছিমটি বিরল প্রজাতির দাবি করে তিনি আরও জানান, পৃথিবীতে এ কাছিমের অস্তিত্ব সংকটাপন্ন। এটি সামুদ্রিক কাছিম। নিরাপদ আশ্রয়ে প্রজননের জন্য হয়তো এখানে এসে আটকা পড়ে।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫