মোঃ সাবিউদ্দিন:
বুধবার ৮ নভেম্বর বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে গণ প্রকৌশল দিবস পালন করা হয়েছে। গণ প্রকৌশল দিবস সফল হউক, স্বার্থক হউক এ শ্লোগানকে সামনে একটি র্যালী বের করা হয়। র্যালীটি ময়মনসিংহ নগরীর ময়মনসিংহ পলিটেকনিক কলেজের গেইট এর সামনে থেকে শুরু করে মপই কলেজের মসজি গেইট ও মপই কলেজের মোড় এলাকা প্রদক্ষিণ করে শহীদ খায়রুল ছাত্রাবাসের সামনে গিয়ে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ করা হয়। এ সময় উপস্হিত ছিলেন উক্ত সংগঠনের উপদেষ্টা ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সাবেক মহানগর আওয়ামী লীগের সদস্য ও মপই এর এজিএস ইঞ্জিঃ শরাফ উদ্দিন বায়েজীদ, সভাপতি ও মহানগর আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও সাবেক মপই এর জিএস ও ভি পি ইঞ্জিঃ নাছিম মন্ডল নেকু,সহ-সভাপতি ও সাবেক মপই এর এজিএস ও জেলা সেচ্ছাসেবক লীগ নেতা ইঞ্জিঃ রাসেল আলম মুক্তা, সহ-সভাপতি ইঞ্জিঃ সুলতান মাহমুদ কাঞ্চন এবং সাধারণ সম্পাদক ও মহানগর যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার ইমতিয়াজ আহমদ বুলবুল,যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাত্র নেতা মাকতুম হোসাইন লিসান, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিঃ শফিক উদ্দিন নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিঃ হাফেজ মাওঃ মনিরুজ্জামান মনির,প্রচার সম্পাদক ইঞ্জিঃ আশিকুর রহমান,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক উক্ত সংগঠন ও ফুলবাড়িয়া উপজেলা সেচ্ছাসেবক লীগের উপ আইন বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ মোঃ সাবি উদ্দিন ,ইঞ্জিঃ ওয়াদুদ, ইঞ্জিঃ রানা, ইঞ্জিঃ মুক্তার হোসেন, ইঞ্জিঃ মাসুমসহ মপই এর ছাত্র শিক্ষকগণ সহ আরোও অনেকেই।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫