সাইফুল ইসলাম তরফদার, ময়মনসিংহ: ময়মনসিংহ সদর উপজেলায় ৫ম পর্যায়ের (২য় ধাপ) জমিসহ গৃহ প্রদান কার্যক্রম শুভ উদ্বোধন করেন।
গতকাল মঙ্গলবার সকালে ১১ টায় ৫ম পর্যায়ের (২য় ধাপ) ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫১টি জেলায় ১৮৮ টি উপজেলায় ১৮৫৬৬ টি সেমি পাকা ঘর ও ২শতক জমি সহ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
জানা যায়, ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গৃহহীনদের পুনর্বাসন কর্মসূচি শুরু করেন। শুভ উদ্বোধন উপলক্ষে সদর উপজেলা সম্মেলন কক্ষে ৫ম পর্যায়ের (২য় ধাপ) জমিসহ গৃহহীন ভূমিহীনদের মাঝে সারাদেশের ন্যায় ময়মনসিংহ সদর উপজেলায় ১০টি ভূমিহীন পরিবার পুনর্বাসিত হবে।ময়মনসিংহ সদর উপজেলায় ১০ টি ভূমিহীন পুনর্বাসিত পরিবারের হাতে দলিল ওঘরের চাবি হস্তান্তর করেছেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস, স্টাফ অফিসার মোহাসিন মাসনাত, সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা প্রমুখ।
জেলা প্রশাসক বলেন, তবে ময়মনসিংহ সদর উপজেলায় যদি ভূমিহীন পাওয়া যায়, তাদেরকেও গৃহদান করা হবে। আসন্ন ঈদুল আজহার আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে ঘর পেলেন অসহায় এসব পরিবার।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫