মোঃ সাবিউদ্দিন: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাসদ'র (ইনু) প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। ঘোষিত ওই তালিকায় ময়মনসিংহ বিভাগের ৭টি আসনে জাসদের মশাল মার্কার মনোনয়ন দেয়া হয়েছে। ময়মনসিংহ বিভাগে জাসদের মশাল মার্কার প্রার্থীরা হলেন- ১৪৭ ময়মনসিংহ- ২ ফুলপুর- তারাকান্দাঃ অ্যাডভোকেট শিব্বির আহাম্মেদ লিটন, ১৪৯ ময়মনসিংহ-৪ (ময়মনসিংহ সদর) অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, ১৫০ ময়মনসিংহ- ৫ (মুক্তাগাছা) সাংবাদিক শামসুল আলম খান, ১৫১ ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া-) সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, ১৫২ ময়মনসিংহ- ৭ (ত্রিশাল) রতন সরকার, ১৫৪ ময়মনসিংহ- ৯, (নান্দাইল) অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, ১৫৬ ময়মনসিংহ- ১১ (ভালুকা) অ্যাডভোকেট সাদিক হোসেন।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫