মোঃ সাবিউদ্দিন: ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ফারুক হোসেনের নির্দেশনায় এসআই (নিঃ) আলমগীর কবীর সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে কোতোয়ালী মডেল থানা ধীন ছোট বাজারস্থ নিরালা গেস্ট হাউজ এর ৪ তলা বিল্ডিং এর দক্ষিণ পার্শ্বে ৪০ নং কক্ষ হইতে ২৪ জানুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ ১৭:২৫ ঘটিকায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ১। কবির ওরফে আকাশ (২৪), পিতা-দৌলত মিয়া, মাতা-ইয়াসমিন, সাং-চক ঢাকিরকান্দা, থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহ, ২। মোছাঃ ইছানুর (২০), পিতা-ইউসুফ, মাতা-হালিমা, সাং- নালিতাবাড়ী বাজার, থানা নালিতাবাড়ী, জেলা- শেরপুরদ্বয়কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।
গ্রেফতারকৃত আসামী কবির ওরফে আকাশ (২৪) বিরুদ্ধে ২ টি মাদক মামলা আছে। এসআই (নিঃ) সুমন চন্দ্র সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন শাপলা হল মোড় সাকিনস্থ সদর' ক্লিনিক এর সামনে পাকা রাস্তার উত্তর পাশে হইতে ২৫ জানুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ ২১.২৫ ঘটিকায় ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ সোহাগ মিয়া (৩৫), পিতা-মোঃ বাচ্চু মিয়া, মাতা-মোছাঃ পারুল আক্তার, সাং-মুখী, ২। মোঃ মোবারক হোসেন মুন্সী (৪০), পিতা-মৃতঃ নেওয়াজ আলী, মাতা-মোছাঃ জমিলা, সাং-কান্দি, উভয় থানা-পাগলা, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। গ্রেফতারকৃত আসামী মোঃ সোহাগ মিয়া (৩৫) এর বিরুদ্ধে ২ টি এবং আসামী মোঃ মোবারক হোসেন মুন্সী (৪০) এর বিরুদ্দে ০৩ টি মাদক মামলা আছে। এসআই (নিঃ) মোঃ সোহরাব আলী সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানাধীন পলাশতলী রইল্যারপাড়া সাকিনস্থ রঘুনাথপুর বাজার হইতে ফুলবাড়ীয়া যাওয়ার পাকা রাস্তার পশ্চিমত পার্শ্বে জনৈক তোফাজ্জল সরকার এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে ২৫ জানুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ ২৩.৫৫ ঘটিকায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ রফিকুল ইসলাম ② রবি (২৫), পিতা-মোঃ মকবুল হোসেন, মাতা-মোছাঃ আম্বিয়া খাতুন, সাং-পলাশতলী জলফাইতলা, থানা-ফুলবাড়ীয়া, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এব এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত উদ্ধারকৃত ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ৫ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল, ভালুকী মডেল ও ফুলবাড়ীয়া থানায় মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫