সাইফুল ইসলাম তরফদার(ময়মনসিংহ): ময়মনসিংহে স্বেচ্ছাসেবক লীগ নেতা আক্তার উল আলম সরকার শুভ হত্যার খুনীদের বিচারের দাবীতে পরিবারের পক্ষ থেকে মানববন্ধন করেছেন।
গতকাল সোমবার সকাল ১১ টার সময় ময়মনসিংহ নগরী ফিরোজ জাহাঙ্গীর চত্বরে শুভ হত্যার পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামী লীগের সিঃ সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক,ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ ইমদাদুল হক সেলিম।
এ সময় বক্তব্য রাখেন আক্তার উল আলম সরকার শুভর মা আম্বিয়া খাতুন,জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি উত্তম চক্রবর্তী রকেট, মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পার্থ প্রতীক চন্দ্র, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল্লাহ আল মিন্টু, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির হিমেল,মহানগর আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক তানজিল আহাম্মদ রাজিব,উজ্জল সরকার,এনামুল হক সুমন,তানজিম ফরাজী,মোঃকামরুজ্জামান,মোঃমিজানুর রহমান, মজিবুর রহমান,মাহফুজা রহমান রোজা,ইউপি চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন নিছি, আঞ্জুমান আরা সরকার প্রমুখ।মানব বন্ধন সঞ্চালনা করেন শুভর বোন ইসমআরা সরকার রোকেয়া পারভীন।
পরিবারের পক্ষ থেকে নেতৃবৃন্দের বক্তব্য বলেন, অবিলম্বে আক্তার উল আলম সরকার শুভ হত্যার বিচার দ্রুত গতিতে করতে হবে। হত্যাকারীর আশ্রয়দাতাকে বিচারের আওতায় আনতে হবে। জয়নাল গং তথা ষড়যন্ত্রকারী ও আশ্রয়দাতাদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি করতে হবে।
উল্লেখ্য যে,গত ১৩মে রাতে দেওখোলা বাজারে সন্ত্রাসী জয়নাল-আরিফ গংরা হত্যার করে আক্তার উল আলম সরকার শুভকে।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫