স্টাফ রিপোর্টার(ফুলবাড়িয়া): ২৬ রমজান ময়মনসিংহ সরকারি মহাবিদ্যালয়ে ফুলবাড়িয়া সমিতির ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৫১, ময়মনসিংহ -৬, ফুলবাড়িয়া থেকে নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয় সম্পকিত সংসদীয় স্হায়ী কমিটির সদস্য জননেতা আলহাজ্ব মোঃ আব্দুল মালেক সরকার।
এসময় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সিঃ সহ-সভাপতি আলহাজ্ব এডভোকেট আব্দুর রাজ্জাক, সিঃযুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ডা, মোঃ কামরুজ্জামান সহ অন্যান্য ব্যাক্তিবর্গ।
সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এডভোকেট আব্দুল কুদ্দুস। সঞ্চালনায় ছিলেন সমিতির সিঃ সহ-সভাপতি এডভোকেট আমিনুল ইসলাম খায়রুল ও যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আমির আব্দুল্লাহ খসরু।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫