মোঃ সাবিউদ্দিন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার (২৬ নভেম্বর) বিকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে নাম ঘোষণা করেন তিনি।
৩০০ আসনের মধ্যে ২৯৮ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছে ময়মনসিংহ বিভাগের চার জেলার ২৪টি সংসদীয় আসনের প্রার্থী। তারা হলেন:
জামালপুর-১ নূর মোহাম্মদ
জামালপুর-২ মো. ফরিদুল হক খান
জামালপুর-৩ মির্জা আজম
জামালপুর-৪ মো. মাহবুবুর রহমান
জামালপুর-৫ মো. আবুল কালাম আজাদ
শেরপুর-১ মো. আতিউর রহমান আতিক
শেরপুর-২ মতিয়া চৌধুরী
শেরপুর-৩ এ ডি এম শহিদুল ইসলাম
ময়মনসিংহ-১ জুয়েল আরেং
ময়মনসিংহ-২ শরীফ আহমেদ
ময়মনসিংহ-৩ নিলুফার আনজুম
ময়মনসিংহ-৪ মোহাম্মদ মোহিত উর রহমান
ময়মনসিংহ-৫ মো. আব্দুল হাই আকন্দ
ময়মনসিংহ-৬ মো. মোসলেম উদ্দিন
ময়মনসিংহ-৭ মো. হাফেজ রুহুল আমীন মাদানী
ময়মনসিংহ-৮ মো. আব্দুছ ছাত্তার
ময়মনসিংহ-৯ আব্দুস সালাম
ময়মনসিংহ-১০ ফাহমী গোলন্দাজ (বাবেল)
ময়মনসিংহ-১১ কাজিম উদ্দিন আহম্মেদ
নেত্রকোনা-১ মোশতাক আহমেদ রুহী
নেত্রকোনা-২ মো. আশরাফ আলী খান খসরু
নেত্রকোনা-৩ অসীম কুমার উকিল
নেত্রকোনা-৪ সাজ্জাদুল হাসান
নেত্রকোনা-৫ আহমদ হোসেন
উল্লেখ্য, ময়মনসিংহ বিভাগের ২৪ আসনের বিপরীতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন ২৯১ জন মনোনয়ন প্রত্যাশী। যেখানে ময়মনসিংহের ১১ আসনে ১৪৪ জন, নেত্রকোণায় ৭১, জামালপুরে ৩৮ ও শেরপুর থেকে ৩৮ জন নৌকার মনোনয়নপ্রত্যাশী রয়েছেন। এরই মধ্যে মনোনয়নপ্রত্যাশীদের থেকে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫