মোঃ সাবিউদ্দিন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে স্থগিত কেন্দ্রের ভোট গ্রহন শেষে নৌকা প্রতীকের প্রার্থী নিলুফার আনজুম পপি জয়ী হয়েছেন। শনিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফারুক মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নৌকা প্রতিকের প্রার্থী নিলুফার আনজুম পপি ভোট পেয়েছেন ৫৪ হাজার ৪৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ট্রাক সোমনাথ সাহা পেয়েছেন ট্রাক ৫২ হাজার ৫৬৬ ভোট। এর আগে স্থগিত হওয়া ভালুকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৩২ ভোট। ৩ হাজার ৩২ ভোটের মাঝে প্রাপ্ত ভোট সংখ্যা ১ হাজার ৬৭৭ ভোট। এর মধ্যে নৌকা প্রতিকে নিলুফার আনজুম পপি পেয়েছেন ১ হাজার ২৯৫ ভোট এবং ট্রাক প্রতিকের সোমনাথ সাহা পেয়েছেন ৩৫৫ ভোট প্রসঙ্গত নিলুফার আনজুম প্রথমবার নৌকার মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হলেন। বর্তমানে তিনি উপজেলা আওয়ামীলীগের সদস্য। সেই সঙ্গে পরাজিত স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতিকের
সোমনাথ সাহা উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক। জানা যায়, আজ সকাল ৮ টায় ভালুকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪ টা পর্যন্ত। ওই আসনে ১০ ইউনিয়ন ও এক পৌরসভায় মোট ২ লাখ ৭৬ হাজার ৪০ ভোট। মোট ভোটকেন্দ্র হচ্ছে ৯২ টি।গৌরীপুর উপজেলা সহকারি রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল করিম বলেন, কোন বিশৃঙ্খলা ছাড়াই ভালুকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।এর আগে গত রোববার (৭ জানুয়ারি) ভোটগ্রহণ চলাকালে ভালুকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে দুর্বৃত্তরা ব্যালটবাক্স ছিনতাই করলে ওই কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল করা হয়। ময়মনসিংহ-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী নিলুফার আনজুম ও দলের স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহার মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়। তাদের মধ্যে নিলুফার গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সোমনাথ সাহা সাধারণ সম্পাদক।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫