মোঃ সাবিউদ্দিন: ময়মনসিংহ-৭ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন ময়মনসিংহ জেলা আও য়ামী লীগের সহসভাপতি ও এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি, ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিরসভাপতি বিশিষ্ট শিল্পপতি মো. আমিনুল হক শামীম (সিআইপি)।
আজ সোমবার বিকেলে আওয়ামী লীগ অফিসে মনোনয়নপত্র জমা দেন তিনি। এদিকে চায়ের দোকান, হাটে-ঘাটে, মাঠে ময়দানে আলোচনা শুরু হয়েছে ত্রিশালউপজেলায় কে হবেন নৌকার মাঝি। আমিনুল হক শামীম নৌকা প্রতীক পেলে বিপুল ভোটে জয়ী হওয়ার সম্ভাবনা এবং ত্রিশালকে উন্নয়নে ভরে দিবেন এমন আলোচনাও শোনা যায় ত্রিশালের বিভিন্ন মহলে। কক্সবাজার সমুদ্র সৈকতের ইনানীতে বার বার ওয়ার্ল্ড র্যাংকিং এ অন্যতম শীর্ষ পুরষ্কারপ্রাপ্ত 'রয়েল টিউলিপ সি পার্ল এন্ড স্পা'র ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অতিরিক্ত মহাসচিব, দেশের অন্যতম আলোচিত ব্যবসায়ী আমিনুল হক শামীম ।ময়মনসিংহ-৭ আসনে (ত্রিশাল) আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়ার জন্য আবেদন মনোনয়নপত্র জমা দেওয়ায় ময়মনসিংহে টক অব দ্যা ডিস্ট্রিক্ট এ পরিণত হয়েছে আমিনুল হক শামীম।
তিনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেলে প্রতিপক্ষকে পরাজিত করে বিপুল ভোটে নৌকা প্রতীক জয়লাভ করবেন বলে নেতাকর্মীরা জানিয়েছেন। ইতিমধ্যেই ত্রিশাল উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও প্রায় সবকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ত্রিশাল আসনে ব্যাপক জনপ্রিয় ও সেরা প্রার্থী আমিনুল হক শামীমের পক্ষাবলম্বন করে নৌকার প্রার্থীকে ভোট দিয়ে জয়লাভ করার জন্য বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা-ের সচিত্র তালিকা সম্বলিত লিফলেট ও প্রচারপত্র বিতরণ করছেন।
মনোনয়ন জমার সময় সঙ্গে ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ সভাপতি মো. ইকরামুল হক টিটু, জেলা ও ত্রিশাল উপজেলা শাখা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫