মাটি মামুন, রংপুর :
বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনে হামলার অভিযোগে করা মামলার আসামি ও আওয়ামী লীগ নেত্রী লিপি খান ভরসার নাম কাটাতে দশ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে এক ব্যবসায়ীকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। সেই অভিযুক্ত ব্যবসায়ী অমিত বণিক। তিনি রংপুর মহানগরীর মুলাটোল থানা রোডের বাসিন্দা মনোজ বনিকের ছেলে অমিত বণিক। শুক্রবার (১৪ মার্চ) দুপুরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত রংপুরের বিচারক আর.কিউ.এম জুলকার নাইন এ আদেশ প্রদান করেন। সেই সঙ্গে আগামী ৯ এপ্রিল মামলার প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছে। এর আগে আদালতে আসামির জামিন আবেদন ৭ আইনজীবী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে গত বছরের ১৩ নভেম্বর রংপুরের হারাগাছের ব্যবসায়ী লিপি খান ভরসার বিরুদ্ধে একটি মামলা হয়। মামলার পর মামলা থেকে নাম কাটাতে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার শিবলী কায়সারের নামে লিপি খানের কাছে ১০ লাখ টাকা ঘুষ দাবির করেন ব্যবসায়ী অমিত বণিক। ঘুষ দাবির কথোপকথনের কয়েকটি অডিওসহ থানায় জমা দেন লিপি খান ভরসা। এর পরেই বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে অমিত বণিক'কে থানায় ডেকে নেয় কোতোয়ালি থানা-পুলিশ। পরে বিকেল চারটার দিকে লিপি খানের পক্ষে থানায় মামলা করতে যান তার ব্যবসাপ্রতিষ্ঠানের ম্যানেজার পলাশ হাসান (২৭)। বিকেল পাঁচটার দিকে থানায় যান উপপুলিশ কমিশনার শিবলী কায়সার। এসময় তিনি লিপি খান ভরসার ম্যানেজার পলাশ হাসানের ওপর চড়াও হন। তখন থানায় আরেক উপপুলিশ কমিশনার (অপরাধ) হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। তবে থানায় মামলা করতে যাওয়া পলাশ হাসানের উপর চড়াও হওয়ার বিষয়টি অস্বীকার করেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান। থানার ভেতরে মামলার বাদীর উপর চড়াও হওয়ার অভিযোগের বিষয়ে শিবলী কায়সার কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে উপপুলিশ কমিশনার (অপরাধ) থেকে প্রত্যাহার হয়েছেন বলে জানিয়েছেন তিনি। এর বাইরে কোনো কথা বলবেন না বলে জানান। এদিকে মামলা থেকে নাম প্রত্যাহারে ঘুষ দাবির ঘটনা প্রকাশ্যে আসার পরপরই এক সময়ের আওয়ামী লীগের সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনসীর আস্থাভাজন হিসেবে পরিচিত ও আওয়ামী লীগের নেত্রী লিপি খান ভরসাকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হামলার অভিযোগে করা মামলার আসামি হওয়া সত্ত্বেও লিপি খান ভরসাকে গ্রেফতার না করে বরং তার সাজানো চালে আরপিএমপির উপপুলিশ কমিশনার অপরাধ থেকে শিবলী কায়সারকে সরিয়ে দেওয়ার নিন্দা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুরের নেতৃবৃন্দ। এ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুরের কয়েকজন লিপি খান ভরসার ছবি দিয়ে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেন তারা। তাকে দ্রুত গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী বলেন, ঘটনার সময় থানায় সিনিয়র অফিসার হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। তাকে রিপোর্ট দিতে বলা হয়েছে, বিষয়টি তদন্তাধীন আছে।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫