মোহাম্মদ রুস্তম আলী, স্টাফ রিপোর্টার কিশোরগঞ্জ :
কিশোরগঞ্জস্হ নতুন জেলখানা মোড় পাঠানকান্দি নামক গ্রামের বাসিন্দা মোঃ--হারুন অর রশিদ জুয়েল। তিনি কিশোরগঞ্জ মডেল হাই স্কুলের একজন সহকারী সিনিয়র শিক্ষক। গত নভেম্বরে তার বড় মেয়ে মেহজাবিন আক্তার আঁখি'কে জোরপূর্বক অপহরণের দায়ে সাবেক কিশোরগঞ্জ সদর ৮ নং মারিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ--মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর পরিবার। অতঃপর মোশাররফ হোসেন গ্রেফতার হন। কিন্তু হাই কোর্ট এবং নিম্ন আদালত থেকে জামিনে বের হওয়ার পর মামলা তোলে নেওয়ার জন্য বিভিন্নভাবে তার লোকমারফত হুমকি-ধামকি দিয়ে আসছিল এই ইউপি মেম্বার।কিন্তু তাতেও মাথানত হয়ে যায়নি ভোক্তাভোগীর পরিবার। মামলা না তোলায় গত ১৯ শে ফেব্রুয়ারী কিশোরগঞ্জ নতুন জেলখানা মোড়ের গোল চক্করে তাঁর উপরে ইচ্ছাকৃত ভাবে মটর সাইকেল তোলে দেয় ইউপি মেম্বার মোশাররফ। ভুক্তভোগী কিছু বুঝে উঠার আগেই এলোপাতাড়ি চড়-চাপ্পড় ও কিল-ঘুষি মারতে থাকে মোশাররফ। ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন দু'জনকেই নিরাপদে সরিয়ে নেয়।পরবর্তীতে,ভুক্তভোগী কে মেরে ফেলার হুমকি দিয়ে মোটরসাইকেল চালিয়ে চলে যায় সাবেক এই ইউপি মেম্বার মোশাররফ। এই ঘটনায় জনাবঃ--হারুন অর রশিদ জুয়েল কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাবঃ--আব্দুল্লাহ আল মামুন তার বিবরণে বলেছেন,তদন্ত সাপেক্ষে ব্যবস্হা গ্রহণ করা হবে।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫