মাটি মামুন, রংপুর :
২৫ শে এপ্রিল ২০২৫ শুক্রবার দিবাগত রাত ১১ টার দিকে রংপুর মেডিকেল পচ্চিম গেট পিন্টু ছাত্রাবাসের সামনে ট্রাকের সাথে সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হয়েছেন জাহিদুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী। ঘটনাস্থল ও হাসপাতাল সূত্রে জানা যায়। দুন্দিবাড়ি জলঢাকা পৌরসভা এলাকার আলিফ উদ্দিনের পুত্র জাহিদুল ইসলাম রংপুর নগরীর দর্শনায় একটি মাদ্রাসায় চাকরি করেন। বর্তমানে তার লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পড়ে মৃতের স্বজনরা এসে তাদের কোনো অভিযোগ না থাকায় মৃতের লাশ নিয়ে যায় তার গ্রামের বাড়ি দুন্দিবাড়ি জলঢাকা পৌরসভায়। এদিকে অত্র দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে সুশীল সমাজ দায়ী করছেন অটো রিক্সা চালকদের। তারা ট্রাফিক বিভাগের দৃষ্টি আকর্ষণ করে বলছেন হাইওয়ে রোডে যেন অটো বা অটোরিক্সার না চলে সেদিকে সুদৃষ্টি দেওয়ার জন্য।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫