মাটি মামুন, রংপুর :
ঘটনাটি ঘটে রংপুর নগরীর ১৯ নং ওয়ার্ড মেডিকেল পূর্ব গেট রসুলপুর এলাকায়। স্থানীয় ও সরজমিন সূত্রে জানা যায় রসুলপুর এলাকার মৃত আলাীর বাড়ির ভাড়াটিয়া খোকা মিয়ার সাথে গত ১২ মার্চ ২০২৫ বুধবার সকালে সুপারিপাড়া নিয়ে বাগবিদান্ত হয় রসুলপুর এলাকার মৃত সিরাজুল ইসলাম এর পুত্র আক্কাস এর সাথে। এক পর্যায়ে হাতাহাতিও ঘটে পরে এই বিষয়টি নিয়ে ইফতারের পর স্থানীয়ভাবে আপস মীমাংসার কথা হলেও ইফতারের শেষে আচমকা হামলা চালায় খোকন মিয়ার দুই পুত্র ফাহাদ ও ফয়সাল। এ সময় আক্কাসের চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয়রা এগিয়ে আসলে ঘটনা স্থল থেকে তারা পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় অটো যোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আক্কাস কে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এ বিষয়ে অভিযুক্ত ফাহাদ এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন এই সুপারি পাড়া নিয়ে প্রতিনিয়তই আমাদেরকে চোর সাব্যস্ত করেন বাড়িওয়ালা। তাই সকালে বাবা আক্কাসকে নিষেধ করলে বাবার সঙ্গে হাতাহাতি হয় সন্ধ্যায় আমাদের আপস মীমাংসার কথা থাকলেও পুনরায় আক্কাস আমার বাবার উপর চড়াও হয় এ সময় আমার ছোট ভাই ফয়সাল আম কাটা চাকু নিয়ে এসে আকাশের উপর হামলা করে।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫