এম এস শ্রাবণ মাহমুদ, স্টাফ রিপোর্টার :
বৃহস্পতিবার (১৭ এপ্রিল)২৫খ্রিঃ পশ্চিম সোনাইছড়ি বিহার প্রাঙ্গনে, মাহা সাংগ্রাই (মুইতা রিলিং পোয়েঃ) জল উৎসব অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথিঃ হিসেবে উপস্থিত থেকে জলকেলি উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করেন রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতিঃ দীপন তালুকদার (দিপু) বিশেষ অতিথিঃ হিসেবে উপস্থিত ছিলেন,জেলা বিএনপি'র যুগ্ম সম্পাদক মাহাবুবুল বাসেত (অপু) জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক রিংকু চাকমা জেলা বিএনপি'র সহ-সাধারণ সম্পাদক আবুল হোসেন( বালি) কাউখালী উপজেলা বিএনপি'র সভাপতি জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক মোতালেব হোসেন সহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন এলাকা থেকে আসা মারমা, রাখাইন, এর পাশাপাশি অন্যান্য সম্প্রদায়ের মানুষেরা এসে উৎসব'কে আনন্দময় করে তোলেন।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫