রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান কালবেলাকে জানান, পূর্বশত্রুতার জের ধরে এই হত্যা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব কালবেলাকে জানান, রাত ১০ টার দিকে জানতে পেরেছি তানভীর শেখ (২২) নামে এক যুবককে কুপিয়ে আহত করা হয়েছে। পরবর্তীতে ফরিদপুরে সে মারা গেছে বলে শোনা যাচ্ছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনার রহস্য উদঘাটন নিয়ে পুলিশ ইতোমধ্যেই কাজ শুরু করেছে। একাধিক টিম মাঠে আছে। এটি নিয়ে আইন-শৃঙ্খলার যাতে কোনভাবেই অবনতি না ঘটে সেদিকে সতর্ক আছে পুলিশ। পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করেনি।
তিনি আরও জানান, ব্যক্তিগত শত্রুতার জেরে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে এবং দলীয় কোন সংঘাতের বিষয় জানা যায়নি। আমাদের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ঘটনাস্থলে আছেন। অফিসিয়ালি কিছু বলতে পারছি না। ডেথ সার্টিফিকেট পাইনি এখনো। তবে ভিকটিমের কাছের লোকজন বলছে সে মারা গেছে।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫