মোঃ সাবিউদ্দিন: জামালপুরের মেলান্দহে রেললাইনে বসে মোবাইলে গেইম খেলার সময় ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।
আজ সোমবার (২২ জানুয়ারী) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার দুরমুঠ ইউনিয়নের পূর্ব রুকনাই রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই এলাকার শাহিদের ছেলে মজিবর রহমান (১৮) শাহাবুদ্দিন মাক্কুর ছেলে শাকিল মিয়া (২০)। মজিবর ষষ্ঠ শ্রেনী পর্যন্ত পড়ালেখা করে ঢাকায় চাকরী করতো ও শাকিল ইসলামপুর সরকারি কলেজ থেকে এবার এইচএসসি পাশ করেছিলো।
জানা যায়, সোমবার দুপুর দিকে রেললাইনে বসে কানে ইয়ারফোন লাগিয়ে চাদর জড়িয়ে মোবাইলে গেম খেলতেছিলো দু’জন। এ সময় রেললাইনে ডিউটিরত আনসার সদস্যরা সর্তক করে একবার তুলেও দিয়েছিলো তাদের। পরে আনসার সদস্যরা চলে গেলে নিহত দু-যুবক আবারো রেললাইনে বসে গেইম খেলতে থাকে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে শাকিল ঘটনাস্থলেই মারা যায়। মজিবরকে আহত অবস্থায় উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায়।
নিহতদের বন্ধু জুনায়েদ আহমেদ বলেন, ‘তারা দুজনে একটি চাদর গায়ে দিয়ে রেললাইনের ওপর বসে ফ্রি ফায়ার গেম খেলছিল। কানে দুজনেরই হেডফোন ছিল। তখন কয়েকজন লাইন থেকে উঠে খেলার জন্য বলেছিল। তারা শুনে নাই। পরে শুনলাম ট্রেনের নিচে চাপা পড়ে মারা গেছে তারা।’
মেলান্দহ উপজেলা আনসার ভিডিপির কমান্ডার রবিউল ইসলাম বলেন, রেললাইনে ডিউটিরত আনসার সদস্যরা একবার তাদের তুলে দেন। পরে আবার রেললাইনে বসে গেইম খেলার সময় এ দুর্ঘটনা ঘটে।
জামালপুর রেলওয়ে থানার (ওসি) মাহবুবুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫