মোঃ সাবিউদ্দিন: রোজার আগে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি বলেন, ৪৮৫টি উপজেলা পরিষদেরই নির্বাচনের সময় হয়ে গেছে। তাই নির্বাচন করতে কমিশন প্রস্তুত। বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। অশোক কুমার দেবনাথ জানান, সংরক্ষিত নারী আসনের নির্বাচন ফেব্রুয়ারিতে। তফসিল হতে পারে আগামী সপ্তাহে।
দ্বাদশ সংসদের সংরক্ষিত নারী আসনের তফসিলের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। বিদ্যমান আইনে সরাসরি ভোটে নির্বাচিত আসন সংখ্যার অনুপাতে নারী আসন বণ্টন করা হয়। সংসদের সাধারণ আসনে নির্বাচিত সংসদ সদস্যরা সংরক্ষিত আসনের নির্বাচনে ভোটার হন। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, আগামী সপ্তাহে তফসিল হলে সংরক্ষিত নারী আসনের নির্বাচন ফেব্রুয়ারিতে হতে পারে। ইসি’র অতিরিক্ত সচিব জানান, কমিশনের অনুমোদনক্রমে রোজার আগেই উপজেলায় প্রথম ধাপে ভোট হতে পারে। সব শেষ উপজেলা নির্বাচন হয়েছে ২০১৮ সাল। সেই অনুযায়ী সব উপজেলাই নির্বাচনের সময় হয়েছে।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫