জামিল মুহাম্মাদ ইউসুফ লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :
১১/০৪/২৫ইং রোজ শুক্রবার লক্ষ্মীপুর কেন্দ্রীয় চকবাজার জামে মসজিদ থেকে জুময়ার নামাজ পড়ার পরপরই ফিলিস্তিনের উপর ইজরাইলের বর্ববর হামলার প্রতিবাদে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির লক্ষ্মীপুর জেলা শাখার উদ্দ্যেগে এক বিশাল 'ম্যাস ফর ফিলিস্তিন ' শিরোনামে প্রতিবাদ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করে। মিছিলটি চকবাজার জামে মসজিদ থেকে শুরু করে উত্তর তেমুহনি বাস স্টানে এসে থামে। এর পর উক্ত স্থানে ট্রাফিক চত্তরে এক বিশাল প্রতিবাদ সভার আয়োজন করা হয় উক্ত সভাতে জেলা জাময়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা নাছির উদ্দিন সাহেব প্রধান মেহমান হিসাবে আলোচনা করতে গিয়ে বলেন আজ সারা বিশ্বের মুসলিমদের কে নিয়ে ইজরায়েল তামাসা করতেছে আর মুসলমানগন একতা না হওয়ার কারনে শুধু মার খাচ্ছে ফিলিস্তিনের এই সময়ে আমরা যে যেখানে থাকি না কেন? নিজ নিজ অবস্থান থেকে অবশ্যই প্রতিবাদ জানাতে হবে।
আর ইজরায়েলের সকল পন্য অবশ্যই আমাদের বর্জন করতে হবে। এ ছাড়াও উক্ত সভাতে আরো বক্তব্য রাখেন ছাত্র শিবিরের শহর ও জেলার নেতৃবৃন্দু।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫