ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক
লাইনচ্যুত হয়ে মোবাইল ও কম্পিউটারের একটি দোকানে ট্রাম ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে প্রায় ২০ জন যাত্রী থাকলেও ভাগ্যক্রমে মাত্র ৪ জন আহত হন। মঙ্গলবার (২৯ অক্টোবর) নরওয়ের রাজধানী অসলোতে এ ঘটনা ঘটে।মার্কিন সংবাদ সংস্থা এপি’র এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
নরওয়েজিয়ান পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে অসলো স্টেশনের কাছে স্টোরগাটা এলাকার একটি ব্যস্ত রাস্তায়। যেখানে নিয়মিত ট্রাফিক চলাচল থাকে। দুর্ঘটনার কারণ এখনও সঠিকভাবে জানা যায়নি।
পুলিশ আরও জানিয়েছে, এই দুর্ঘটনার জন্য ট্রাম চালক সন্দেহভাজন হিসেবে বিবেচিত করা হচ্ছে। যদিও তার পরিচয় এখনও জানা যায়নি। ঘটনাটি তদন্তের জন্য নরওয়েজিয়ান সেফটি ইনভেস্টিগেশন অথরিটির সাহায্য নেয়া হচ্ছে।
দুর্ঘটনার ফলে দোকানটির সামনে বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পুলিশ ও দমকল বাহিনী। সড়কের আশেপাশের ভবনের নিরাপত্তার জন্য চার তলা ভবনটি সাময়িকভাবে খালি করা হয়।
প্রসঙ্গত, অসলোতে ট্রামের পরিচালনা করে অপারেটর স্পোরভেয়েন। বছরে প্রায় ৫ কোটি যাত্রী পরিবহন করে থাকে ট্রাম।
জেডএস/
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫