স্টাফ রিপোর্টার(ফুলবাড়িয়া): ময়মনসিংহের ফুলবাড়িয়ায় শাহাবুদ্দিন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক "জনাব তপন কুমার সাহ" কে অবসর জনিত বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে শাহাবুদ্দিন ডিগ্রি কলেজে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। শাহাবুদ্দিন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও তারুণ্য দীপ্ত বাংলাদেশ-এর উপদেষ্টা জনাব তপন কুমার সাহা'র শেষ কর্মদিবস ও অবসর জনিত বিদায় উপলক্ষে তারুণ্য দীপ্ত বাংলাদেশের পক্ষ থেকে তপন কুমার সাহাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এই সময় সংগঠনটির উপদেষ্টা ও কলেজের সহকারী অধ্যাপক সাদেকুর রহমান সাদেক এবং সংগঠনের সদস্য তানভীর আকন্দ উপস্থিত ছিলেন।
বিদায়ী শিক্ষক অত্র প্রতিষ্ঠানে দীর্ঘ দিন যাবত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে সুন্দর ব্যবহার ও পাঠদানসহ কলেজের উন্নয়নে অন্তরিকতার সহিত দায়িত্ব পালন করেছেন। তপন কুমার সাহা এর বিদায় অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থীরা ও এলাকাবাসীর মধ্যে আবেগময় পরিবেশের সৃষ্টি হয়।
তারুণ্য দীপ্ত বাংলাদেশ এর সদস্য তানভীর আকন্দ বলেন, বিধি মোতাবেক আপনি কলেজ থেকে অবসর নিলেও আমরা আপনাকে মন থেকে বিদায় দেয়নি। আপনি আছেন সকল শিক্ষার্থী ও শিক্ষকের হৃদয়ে। অবসর কালীন জীবনে যখন সময় পাবেন কলেজে আসবেন, কলেজের খোজ খবর রাখবেন এবং লেখাপড়ার মান উন্নয়নে পরামর্শ দিবেন।
পরবর্তীতে স্যারের দীর্ঘায়ু জীবন কামনা করে ও সম্মাননা স্মারক প্রদানঅ করে নুষ্ঠান এর সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫