শ্যামনগরে এই লাট বাহাদুর এর নেতৃত্বে চলছে নিষিদ্ধ কাঁকড়া আহারণ ও ব্যবসা।
নিজস্ব প্রতিনিধিঃ শ্যামনগর সাতক্ষীরা
জানুয়ারি ফেব্রুয়ারি কাঁকড়ার প্রজনন মৌসুম হিসেবে সুন্দরবন থেকে আহরণ সহ কাঁকড়া মজুদ পরিবহন কেনা বেচা সম্পূর্ণ বন্ধ থাকলেও শ্যামনগর উপজেলার ভেটখালী বাজারে এই বাবু মোল্লা লাট বাহাদুরের নেতৃত্বে চলছে কাঁকড়া কেনা বেঁচা আহরণ ধূমধাম এ ব্যাপারে জানতে চাইলে বাবু মোল্লা কঠোর ভাষায় এই প্রতিবেদককে বলেন আমরা ফরেস্ট, নৌপুলিশ,থানা পুলিশ, কোর্স গার্ড,সি পি জি ও প্রেস ক্লাব সহ সকল জায়গায় ম্যানেজ করে তাঁর পর নৌকা সুন্দরবনে প্রবেশ করিয়েছি এবং এই ব্যবসা চালিয়ে যাচ্ছি কারোর কিছু করার থাকলে করবে আমাদের মন্ত্রণালয়ের ও অনুমতি আছে সম্প্রতি পহেলা জানুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত কাঁকড়া আহরণ বহন কেনা বেঁচা সরকারিভাবে সম্পূর্ণ নিষিদ্ধ এবং সুন্দরবনে কাঁকড়া আহরণের পাস বন্ধ এ ব্যাপারে সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক মশিউর রহমান জানান আমাদের অভিযান অব্যাহত রয়েছে যেখানেই কাঁকড়া পাবো জব্দ করে আইনগত ব্যবস্থা নিব এ ব্যাপারে শ্যামনগর থানার ওসি বলেন বিষয়টি শুনলাম জরুরী ভিত্তিতে গুরুত্ব দিও দেখব এবং কাঁকড়ার ট্র্যাক আটকিয়ে আইনগত ব্যবস্থা নিব।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫