মোঃ সাবিউদ্দিন:
শ্যামাপূজার বিসর্জন উপলক্ষে গতকাল বিকেল ৪ টায় কাচারি ঘাটে অবস্থিত বিসর্জন ঘাটের প্রস্তুতি পরিদর্শন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসি ক) এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী ।এ সময় তিনি বলেন, মাননীয় মেয়র মোঃ ইকরামুল হক টিটুর নেতৃত্বে দুর্গাপূজায় বিসর্জন পর্ব সফল ও শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে ।শ্যামাপূজায়ও মেয়র মহোদয় এর নির্দেশনা ও সনাতন ধর্মের নেতৃবৃন্দের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। শ্যামাপূজার বিসর্জনও শান্তিপূর্ণভাবে সমাপ্ত হবে আশা করি।
এ সময় মসিক সচিব মোঃ আরিফুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ মোঃ জিলুর রহমান, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট তপন দে, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) উত্তম চক্রবর্তী রকেট, কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর অপারেশন্সসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫