গণশক্তি ডেস্কঃ
খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান বলেছেন, সন্ত্রাসী ও চাঁদাবাজদের কোন ধরনের ছাড় দেওয়া হবে না। তিনি সকলকে যার যার অবস্থান থেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান জানিয়ে বলেন, সারাদেশের চেয়ে খাগড়াছড়ির আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে খাগড়াছড়ি সেনা রিজিয়নে আয়োজিত সম্প্রীতি সভায় এসব কথা বলেন ব্রিগেডিয়ার আমান।
সভায় খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া বলেন, সমতলের চেয়ে পাহাড়ে রাজনীতির পথ পিচ্ছিল। এখানে বিএনপির বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চলছে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অধীন বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্য খাতে যোগ্য ব্যক্তিদের নিয়োগ দিয়ে স্বচ্ছতা নিশ্চিত করার পক্ষে মত দেন। তিনি অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগের আমলে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে শিক্ষক নিয়োগে জনপ্রতি ২৫ লাখ টাকা পর্যন্ত নিয়ে অযোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে। আর এখন ঠিকাদারদের জামানত থেকেও ঘুষ নেওয়া হচ্ছে।
পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরণ ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, বিশিষ্ট উপজাতীয় নেতা রবি শংকর তালুকদার, খাগড়াছড়ি ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক হুমায়ুন কবীরসহ জাতীয় পাটি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
ব্যবসায়ী নেতৃবৃন্দ খাগড়াছড়ি বাজার ছাড়াও পথে পথে একাধিক পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজির অভিযোগ তুলেন।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫