নিজস্ব প্রতিনিধি :
সারাদেশে দায়িত্ব পালনকালে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা, মামলা,প্রশাসন কতৃক চাঁদাবাজি মামলার হয়রানির প্রতিবাদে ও মামলাবাজ, হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাজীপুরে মানববন্ধন করেছে জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন। সোমবার (১৯ মে) বেলা ১২টায় গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি গাজী মামুনের সভাপতিত্বে ও বাসন মেট্রো থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ সাজ্জাকুল ইসলাম রাজ্জাকের পরিচালনায় মানববন্ধনে বক্তারা বলেন, দেশে সাংবাদিকদের উপর নির্যাতনের ঘটনা বাড়ছে। সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকাণ্ডের এখনো কোনো কূল-কিনারা হয়নি। গাজীপুরের কাপাসিয়া ও সারাদেশে সাংবাদিকদের উপর হামলা, সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়ে হয়রানি বিরুদ্ধে কঠোর কোনো পদক্ষেপ আমরা দেখিনি। এ অবস্থার উন্নতি না হলে তা দেশের জন্য সুফল বয়ে আনবে না। মানববন্ধনে জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী মামুনের বক্তব্যে বলেন, সারা দেশজুড়ে যারা উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত সহ সর্বস্তরের মানুষের সমস্যাগুলো সারা দেশের মানুষের কাছে পৌঁছায়, আজ তাদের নিজেদের সমস্যা নিয়ে রাস্তায় দাঁড়াতে হচ্ছে, নিরাপত্তার হুমকিতে রয়েছে সাংবাদিকরা, সাংবাদিকদের ওপর হামলা করে আপনারা আপনাদের নিজেদের অপরাধ ঢেকে রাখতে চাইছেন, আপনাদের এসব অপরাধের চিত্র ঠিকই গণমাধ্যমে আবারও উঠে আসবে, সাংবাদিকরা কারো তাবেদারি করে না, সাংবাদিক কোন দলের নয়, কোন ব্যক্তির নয়, সাংবাদিক দেশের ন্যায় প্রতিষ্ঠিত হওয়ার পক্ষে কাজ করে, সমাজে ঘটে যাওয়া সকল ঘটনা গুলো জনসম্মুখে নিয়ে আসে, সাংবাদিকের তথ্য জনসম্মুখে পৌঁছালে এতে জনসাধারণ উপকৃত হয়, দোষীরা সমাজের চিহ্নিত হয়, আর নিরপরাধ মানুষকে কেউ ফাঁসাতে চাইলে সেই বিষয়গুলোও সাংবাদিকরা জনসম্মুখে তুলে ধরেন, সরকারি বিভিন্ন নীতিমালা আইন কানুন এবং দিক নির্দেশনা নিউজের মাধ্যমে জনতার মাঝে পৌঁছে দেয সাংবাদিকরা। এতে করে তারা দ্রুত সরকারের সকল সিদ্ধান্তগুলো জানতে পারেন, আর এখন কিছু কুচক্রী মহল, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক কারবারি, সরকারি আমলা সহ কিছু অসাধু পুলিশ কর্মকর্তারা সাংবাদিকদের গলা চেপে ধরার চেষ্টা করছেন, তাদেরকে সংশোধিত হয়ে নিজের সৎকর্মে ফিরে আসার আহ্বান করেন, প্রত্যেক ব্যক্তি নিজ নিজ কর্ম ঠিকভাবে পালন করলে দুর্নীতি অপরাধে জড়িত হতে পারতেন না, এসব ক্ষেত্রে মূলত দায়ী থাকেন তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা, তাদের ঠিকভাবে দেখবাল করলে অন্যয়টা অনেকাংশই কমে আসতো। মানববন্ধনে বক্তারা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং পেশাগত দায়িত্ব পালনে কেউ যেন বাধা না দেয়, তা সরকারকেই নিশ্চিত করতে হবে। এ সময়ে আরো বক্তব্য রাখেন গাজীপুর মহানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শহিদ। জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম খলিল, জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য নুরুল হক, জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ও বাসন মেট্রো থানা প্রেসক্লাবের মহিলা বিষয়ক সম্পাদক হেলেনা আক্তার, বাসন মেট্রো থানা প্রেসক্লাবের সদস্য নাসিমা আক্তার রেনু, সহ আরো অনেকেই বক্তব্য রখেন। উপস্থিত ছিলেন গাজীপুর প্রেসক্লাবের বুলবুল আহমেদ, দৈনিক জনবাণীর গাজীপুর প্রতিনিধি মোঃ তুষার, দৈনিক নতুন ভোরের মোঃ পনির হোসেন, বাংলাদেশ সমাচার এর পারভেজ, সাংবাদিক রবিউল ইসলাম, দৈনিক যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি রেজাউল কবীর রাজিব, দৈনিক বর্তমান কথার প্রতিনিধি মাহবুবুল আলম জুয়েল,বাসন মেট্রো থানা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম সাজু, সহ-সভাপতি মোঃ সজীব, সহ-সম্পাদক, মোঃ মোজাম্মেল সরকার, সমাজ কল্যাণ সম্পাদক আফনান মামুন চৌধুরীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ। উল্লেখ্য, গত ১৭ মে গাজীপুরের কাপাসিয়ায় সংবাদ সংগ্রহে গিয়ে নামধারী বিএনপি সন্ত্রাসীদের হামলার শিকার হন গাজীপুরের সিনিয়র সাংবাদিকরাসহ বেসরকারি টিভি চ্যানেল যমুনা টেলিভিশনের ক্যামেরাপার্সন মোঃ রকি।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫