মোঃ সাবিউদ্দিন: মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনি স্কুল মাঠে ১৮ জানুয়ারি বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে নিম্ন আয়ের সহস্রাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু'র সঞ্চালনায় শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি'র বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা ৮ আসনের মাননীয় সংসদ সদস্য, জননেতা কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন শীতে মানুষ যাতে কষ্ট না পায় সেজন্য আরো কয়েকদিন শীত বস্ত্র বিতরণ কার্যক্রম চলবে। করোনা কালীন সময়ে ও বিভিন্ন দূর্যোগ দূর্বিপাকে স্বেচ্ছাসেবক লীগ যেভাবে মানবিক কাজ নিয়ে মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। তিনি দেশের বিত্তবানদেরকেও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫