স্টাফ রিপোর্টার(ফুলবাড়িয়া): তরুণ লেখক জাহিদুল ইসলাম জুয়েল ২০০২ খ্রিষ্টাব্দের ২৮ এ ফেব্রুয়ারিতে ময়মনসিংহ জেলার ফুলাবাড়ীয়া থানার অন্তর্গত আছিম তিতারচালা গ্রামে এক মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। পিতা হাফেজ মোহাম্মদ আব্দুল বারীক ও মাতা মোছাম্মাত জোসনা খাতুন। তার পরিবারে মা-বাবা এক ভাই ও বোন সহ তিনি সবার ছোট।
স্কুল জীবন শেষ করে কলেজ জীবনে তার সাহিত্য চর্চার শুরু হয়। সারা বিশ্ব যখন করোনা মহামারিতে আতঙ্কিত সে সময়ে তিনি সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন।
তার লেখা প্রথম কবিতা "পণ্যাশিশুদের জীবন কথা লিখে তিনি পরিচিত মহলে ব্যাপক প্রশংশা পান, তারপর থেকেই তিনি নিয়মিত কবিতা লিখতে থাকেন। একের পর এক কবিতায় মুগ্ধ করে তুলতে থাকে পাঠকসমাজকে। তার লেখা অনুগল্প 'পথশিশুর স্বপ্ন' 'অগ্নিশিখা" কাব্যগ্রন্থে (০২ মার্চ ২০২১) প্রথম প্রকাশিত হয়। তার লেখা হৃদয়ের প্রতিধ্বনি নামে একটি কবিতার বই প্রকাশিত হয়।
ভবিষ্যতে তিনি আরও কাব্যগ্রন্থ প্রকাশের মাধ্যমে তার সকল লেখা পাঠক সমাজের কাছে তুলে ধরতে চান। প্রচার বিমুখ এ করি নিজেকে সাহিত্য। সাধনায় নিয়জিত রেখে সাহিত্যের মাধ্যমে সমাজ সংস্কার অঙ্গনে নিজের অবদান রেখে যেতে চান, এজন্য সকলের কাছে শুভ কামনা ও দোয়া প্রত্যাশী।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫