সৈয়দ মইনুল হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায় রাস্তা নির্মাণে ঠিকাদারের গাফিলতির অভিযোগ পাওয়া গেছে। হোসেনপুর উপজেলা প্রকৌশল অধিদপ্তরের অধীনে রাস্তা নির্মাণ ফেলে রেখে ঠিকাদার উধাও হওয়ার ঘটনা ঘটেছে।
হোসেনপুর উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায় ,ডিডিআই এবং ডব্লিউ এসপি প্রকল্পের আওতায় জিনারী ইউনিয়ন পরিষদ কোয়ার্টার থেকে গোবিন্দপুর চৌরাস্তা বাজার রোড পর্যন্ত ১০ কিমি রাস্তা প্রশস্তকরনের সাড়ে ১৪ কোটি টাকার কাজের কার্যাদেশ পায় আলম কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।২০২১ সালের ৩ মার্চ কাজটি শুরু করে ২০২২ সালের ৩০ মার্চ শেষ করার কথা থাকলেও অদ্যাবধি শেষ করেনি আলম কনস্ট্রাকশন। চুক্তির মেয়াদ শেষ হলেও রাস্তাটি এখনো পুরোপুরি শেষ না করায় আশেপাশের কয়েকটি গ্রামের কয়েক হাজার সাধারণ মানুষ অনেকটা ঘুরপথে কিশোরগঞ্জ জেলা সদরে আসতে বাধ্য হচ্ছে।এতে সময়ের সাথে সাথে অর্থব্যয় বেড়ে গেছে। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে হাজার হাজার গ্রামবাসীকে। এব্যাপারে মেছেড়া গ্রামের মোশাররফ হোসেন,গাবরগাও গ্রামের শেকান্দর আলী,পিপলাকান্দী গ্রামের মোস্তাফিজুর রহমানের সাথে কথা হলে তারা জানান, এরকম একটা জনগুরুত্বপূর্ণ রাস্তা ৪ বছরে শেষ না করাতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।তারা আরো বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলায় এলাকার জনগনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এব্যাপারে হোসেনপুর উপজেলা প্রকৌশলী গালীব মুরশীদ সময়ের ডাককে জানান, উক্ত কাজটি সময়মতো শেষ করতে না পারায় ঠিকাদারি প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে সময় বাড়ানো হলেও অদ্যাবধি শেষ করেনি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা অফিসকে চিঠি দিয়ে অবহিত করা হয়েছে।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫