স্টাফ রিপোর্টার(ময়মনসিংহ): দেশব্যাপী চলমান তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তির লক্ষ্যে ১০ দিনে পাঁচ লাখ গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।
শনিবার (২০ এপ্রিল) রাতে সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
তারি ধারাবাহিকতায়, চলমান তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে এবং ক্যাম্পাসকে সুরক্ষা রাখতে কেন্দ্রীয় সংসদের নির্দেশে বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগ।
এ কর্মসূচির অংশ হিসেবে রবিবার(২৮ এপ্রিল) ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাফসির আলম রাহাত এর নেতৃত্বে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে গাছের চারা রোপণ করা হয়। এ কর্মসূচি আরও চলবে। রোপণকৃত গাছের মধ্যে রয়েছে: আম, কাঠাঁল, পেয়ারা সহ বিভিন্ন কাঠ জাতীয় গাছ।
এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের পরিশ্রমী ছাত্রনেতা মো: সাইদুল আল ইউসুফ।
একই সাথে আরও উপস্থিত ছিলেন, মোঃ রোবাইয়্যাত হাসান তনিম, মোঃ তোফিক ইসলাম শাহিন, মোঃ আবিদ হাসান, মুসফিক আহমেদ রাফিদ, আল আমিন সরকার, মো: তওসিন হাসান সহ ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট এর ছাত্র।
বাংলাদেশ ছাত্রলীগ ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট শাখার প্রত্যেক নেতাকর্মী ও হল শাখাকে নিজ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা প্রদান করা হয়েছে।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫