গণশক্তি ডেস্কঃ
বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তের দাবিতে শাহবাগে অবস্থান নেয় আন্দোলনরত বিডিআর পরিবারের সদস্যরা। দুই ঘণ্টা অবরোধের পর রাজধানীর শাহবাগ ছেড়ে আল্টিমেটাম দিয়ে আবারও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন আন্দোলনকারীরা।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকাল সোয়া ৩টায় বিডিআর পরিবারের সদস্যরা শাহবাগ ছেড়ে শহীদ মিনারে ফিরে যান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
সমন্বয়ক মাহিন সরকার জানান, শাহবাগ থেকে ফিরে গেলেও শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চলবে। দুই ঘণ্টার মধ্যে সরকারের পক্ষ থেকে ঘোষণা না এলে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতির দায় সরকারকে নিতে হবে।
এর আগে, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে তারা অবরোধ শুরু করেন। অবরোধের কারণে শাহবাগ মোড়ের আশপাশের সড়কগুলোতে যানজট সৃষ্টি হয়। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েনও করা হয়েছিল।
ভুক্তভোগী পরিবারগুলোর অন্তত ৬০০-৭০০ সদস্য শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন। তারা বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চেয়ে বিভিন্ন স্লোগান ও বক্তব্য দেন। ‘যতক্ষণ ইনসাফ প্রতিষ্ঠিত না হয়, ততক্ষণ তারা লড়াই চালিয়ে যাবেন’ বলে ঘোষণা দেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ মুনসুর বলেন, বিডিআর বিদ্রোহের পর যারা চাকরিচ্যুত হয়েছে ও চাকরিচ্যুত সদস্যদের পরিবারের লোকজন দ্বিতীয় দিনের মতো এ আন্দোলন করছেন। দুপুর থেকে তারা শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে। এখানে সম্পূর্ণ যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
এর আগে, সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলনে চাকরিচ্যুত বিডিআরের সদস্যরা বলেন, পিলখানা হত্যা মামলার বিচার ব্যবস্থা নিয়ে প্রহসন চলছে। সব মিথ্যা মামলা বাতিল ও কারাবন্দি সদস্যদের মুক্তির দাবি জানান তারা। কেরানীগঞ্জে আদালত বসার কথা থাকলেও তা না হওয়ায় একে ষড়যন্ত্র হিসেবে দেখছেন তারা।
পিলখানা হত্যাকাণ্ড পরিকল্পিত উল্লেখ করে অবরোধকারীরা বলেন, দেশবিরোধী চক্রান্তের শিকার হয়েছেন বিডিআর সদস্যরা। কারাবন্দিদের মুক্তিসহ ৩ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।
বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত, চাকরিচ্যুতদের পুনর্বহাল ও কারাগারে বন্দিদের মুক্তিসহ সাত দফা দাবি নিয়ে চাকরিচ্যুত সাবেক বাংলাদেশ বর্ডার গার্ডের (বিডিআর) ৯ সদস্য বুধবার (৮ জানুয়ারি) শাহবাগে পদযাত্রা করেছেন। পূর্বঘোষণা অনুযায়ী তারা প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনার জড়ো হন। পরে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা করেন। পদযাত্রাটি শাহবাগ থানার সামনে এলে পুলিশ তাদের আটকে দেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যস্থতায় একটি প্রতিনিধি দল তাদের দাবি-দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনে যান। পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্ত, চাকরিচ্যুতদের পুনর্বহাল, কারাবন্দিদের মুক্তিসহ সাত দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে স্মারকলিপি দেওয়া হয়। বুধবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকারের নেতৃত্বে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ৯ সদস্যের প্রতিনিধি দল যমুনায় গিয়ে এ স্মারকলিপি দেন।
বৃহস্পতিবারের মধ্যে তাদের দাবি পূরণ না হলে ‘শাহবাগ ব্লকেড’সহ লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন বিডিআর জওয়ানরা। চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অন্যান্য দাবি হলো– রিমান্ডে বিডিআর সদস্যদের মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের মাধ্যমে বিচারসহ মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, কমিশনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ, জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদের দাবি অন্তর্ভুক্ত ও ২৫ ফেব্রুয়ারিকে সেনা হত্যা দি
বস ঘোষণা।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫