স্টাফ রিপোর্টার(ফুলবাড়িয়া): ফুলবাড়িয়া উপজেলা’র ঐতিহ্যবাহী সামাজিক ও মানবিক সংগঠন "FIDELITY STUDENTS ASSOCIATION" কর্তৃক আয়োজিত প্রতিযোগিতামূলক পরীক্ষার, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৪জুন ২০২৪ খ্রিস্টাব্দ সোমবার, শুশুতি উচ্চবিদ্যালয় মাথে অনুষ্ঠিত হয়। শুশুতি উচ্চবিদ্যালয় এর প্রধান শিক্ষক, জনাব মোঃ ইমান আলী মাষ্টার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর সাংগঠনিক সম্পাদক মোঃ আবু রাসেল।
গেস্ট অব অনার, জনাব মোঃ সেলিম মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী, আছিম বাজার। উদ্বোধক জনাব মোঃ মোশারফ হোসেন, বিশিষ্ট সমাজসেবক। ইসপাইরেশনাল লেকচারার ডা. হারুন আল-মাকসুদ, মেডিকেল অফিসার, ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সজ। চীফ অফ অথরিটি, মোঃ রশিদ মাস্টার, সিনিয়র শিক্ষক, ফুলতলা উচ্চ বিদ্যালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, মোঃ নিজাম উদ্দিন মাস্টার, মোঃ রুহুল আমিন মাস্টার, মোঃ শাহজাহান সিরাজ সাজু মাস্টার, মোঃ নাজমুল হোসেন (বিশিষ্ট ব্যবসায়ী), মোঃ মাসুদ পারভেজ রানা, মোঃ মুজিবুর রহমান, ইউপি সদস্য,
মোঃ আতিকুল ইসলাম আতিক, অধ্যক্ষ, আলাপসিংহ কলেজ, মোঃ আব্দুল মালেক মেম্বার, সাবেক ইউপি সদস্য, মোঃ মনির হোসেন বিশিষ্ট ব্যবসায়ী।
আমন্ত্রিত অতিথিবৃন্দ, মোঃ গোলাম ছামদানী মাছুম, মোঃ শফিউল আলম মুক্তা, মোঃ সোহেল, মোঃ জলিল মিয়া, মোঃ গোলাম কাওছার, মোঃ আহসান কবির, মোঃ রাশেদুল ইসলাম রিহাদ, মোঃ জাকারীয়া, মোঃ মঞ্জুরুল ইসলাম, মোঃ মেহেদী হাসান হৃদয়, মোঃ হাফিজুল ইসলাম।
উল্লেখ্য, ফুলবাড়িয়া উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক ও মানবিক সংগঠন দীর্ঘদিন ধরে উপজেলা’র শিক্ষা ও সমাজ উন্নয়নের কাজ করছে তারই অংশ হিসেবে প্রতি বৎসর উপজেলার এই মেধা পরীক্ষা আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এই বৃহৎ পরীক্ষায়। বিজয়ী শিক্ষার্থীদের কে পুরস্কার প্রদান করা হয়।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫