জাবির আহম্মেদ জিহাদ :
জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপির সহ সভাপতি মো. আলী হোসেন দলত্যাগ করে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। শুক্রবার ইসলামপুর জামায়াতের কার্যালয়ে সহযোগী সদস্য ফরম পূরণের মাধ্যমে তিনি নতুন দলে যুক্ত হন। স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালেরচর ইউনিয়নের বাসিন্দা আলী হোসেন সাড়ে তিন দশক ধরে বিএনপির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি উপজেলা বিএনপির সহসভাপতি ও দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ছাত্রদল ও যুবদলের গুরুত্বপূর্ণ পদেও কাজ করেছেন। নতুন দলে যোগদানের কারণ ব্যাখ্যা করে আলী হোসেন বলেন, জামায়াতে ইসলামীর কর্মকাণ্ড আমাকে আকৃষ্ট করেছে। তাদের লক্ষ্য ও আদর্শের সঙ্গে একাত্মতা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছি। জামায়াতের কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক ড. সামিউল হক ফারুকী বলেন, যেকোনো ব্যক্তি আমাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দলে যোগ দিতে পারেন।” অন্যদিকে, বিএনপি নেতা আব্দুল ওয়াহাব মন্তব্য করেন, “রাজনৈতিক পছন্দ ব্যক্তিগত বিষয়। বিএনপি একটি বড় দল, দুই-একজন চলে গেলে তেমন প্রভাব পড়বে না। এই ঘটনায় ইসলামপুরের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ হয়েছে বলে পর্যবেক্ষকদের ধারণা।