• শনিবার, ১০ মে ২০২৫, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম
যশোরের বেনাপোলে ৫ মামলার আসামি আটক কেশরহাটের সরকারি জায়গায় ঝুঁকিপূর্ণ ঘর উচ্ছেদ গাজীপুরে নারী সাংবাদিকের সাথে তিতাসের ম্যানেজারের অসৎ আচরণের অভিযোগ খালেদা জিয়াকে স্বাগত জানাতে, বিমান বন্দরে তানভীর সিরাজ হাসনাত আব্দুল্লাহর ওপর হামলা, দেওয়ানগঞ্জের চেয়ারম্যান সেলিম গ্রেফতার রাজশাহীতে বাংলাদেশ প্রেস ক্লাব এর উদ্দ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত পত্নীতলা ১৪ বিজিবি সীমান্ত এলাকা থেকে পাথরের ভাঙ্গা মূর্তি উদ্ধার গাজীপুরে দেওয়ালিয়াবাড়ি তুলা কারখানা সহ ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি মে দিবসে র‍্যালি ও মানবিক উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ সদর উপজেলা শাখার আজ ১লা মে-২০২৫ ইং আন্তজার্তিক শ্রমিক দিবস

কেশরহাটের সরকারি জায়গায় ঝুঁকিপূর্ণ ঘর উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক / / ৫৪ Time View
Update : শুক্রবার, ৯ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

মোহনপুরের কেশরহাটে সরকারি জায়গায় অবৈধভাবে নির্মিত ঝুঁকিপূর্ণ ঘর উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্প্রতিবার (৮ মে) বিকাল ৫ টার দিকে এ অবৈধ ঘর উচ্ছেদ করেন প্রশাসন।

এ অভিযানের নেতৃত্ব দেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোবাইদা সুলতানা, সার্বিক সহযোগিতায় ছিলেন, কেশরহাট ভূমি অফিসের ভারপ্রাপ্ত ভূমি সহকারি কর্মকর্তা মাহবুব উর রশিদ,মোহনপুর থানার এসআই আব্দুল হাইসহ থানা পুলিশের সদস্যরা।

এবিষয়ে কেশরহাট ভূমি অফিসের ভারপ্রাপ্ত ভূমি সহকারি কর্মকর্তা মাহবুব উর রশিদ বলেন,
কেশরহাট ডিগ্রী কলেজের শিক্ষক তোফায়েল মাস্টার তার পূর্বের হাটের একটি ঘরের উপর ঝুঁকিপূর্ণভাবে দশ ইঞ্চি পাকা গাথুনি দিয়ে অবৈধভাবে ঘর নির্মাণ করছিলেন। এ ঘর অপসারণের জন্য তাকে তার বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও তিনি নিজ উদ্যোগে ঘরটি অপসারণ করেননি। সর্বশেষ আজকে তিনি দুপুর ১২ টার মধ্যে ঘরটি অপসারণ করবেন মর্মে সহকারী কমিশনার ভূমি কে কথা দেন। কিন্তু ঘরটি অপসারণ না করে সে অবস্থাতেই রেখে দেন। পরবর্তীতে সহকারি কমিশনার ভূমি নিজে এসে ঝুঁকিপূর্ণ ঘরটি উচ্ছেদ করেন।

তিনি আরো বলের, সরকারি হাটের জায়গায় বা সরকারি খাস জমিতে যেই অবৈধভাবে দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করার চেষ্টা করবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ অভিযান পরিচালনা কালীন সময়ে সহকারী কমিশনের ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বেশ কয়েকটি দোকানে খাবারের মেয়াদ পরীক্ষা করেন এবং কোন অবস্থাতেই যাতে মেয়াদোত্তীর্ণ পণ্য বা খাবার বিক্রয় না করা হয় সে বিষয়ে দোকানদারদের কে সতর্ক করেন।


More News Of This Category
bdit.com.bd