• শুক্রবার, ০২ মে ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
আজ ১লা মে-২০২৫ ইং আন্তজার্তিক শ্রমিক দিবস গাজীপুর জেলা ও মহানগর ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁর মান্দায় স্কুল ছাত্রীকে বিয়েকরে ভাইরাল অতঃপর প্রধান শিক্ষকের বিরুদ্ধে অবশেষে ধর্ষণের মামলা পত্নীতলা আত্রাই নদীতে গোসল করতে যেয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ইঞ্জিনিয়ার তুহিনের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে বিএনপি’র বিক্ষোভ মিছিল  বাংলাদেশ বিজিবির পা ধরে ক্ষমা চাইলেন বিএসএফ ডায়মন্ড হারবার জেলা পুলিশের সন্ত্রাসীদের বিরুদ্ধে বড়সড় অভিযান, উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৬ জন “আইন কে তোয়াক্কা না করে, পরিবেশ দূষণে ব্যস্ত পিপলস পোল্ট্রি এন্ড হ্যাচারি লিমিটেড” নওগাঁ জেলা পুলিশ কর্তৃক আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ জন সদস্যসহ ৮ জন গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধার শার্শায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু 

গাজীপুর জেলা ও মহানগর ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

সজীব হোসেন, ক্রাইম রিপোর্টার / / ১৬ Time View
Update : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

সজীব হোসেন, ক্রাইম রিপোর্টার :

আজ মহান মে দিবস। বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলন-সংগ্রামের স্বীকৃতির দিন। শ্রমিকদের দাবির প্রতি সম্মান জানিয়ে প্রতি বছর ১লা মে সারা বিশ্বে দিবসটি পালন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গুরুত্বের সঙ্গে দিবসটি পালন করা হচ্ছে। এ উপলক্ষ্যে আজ সরকারি ছুটি। এ বছর মে দিবসের প্রতিপাদ্য-‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়ব এ দেশ নতুন করে। গাজীপুর জেলা ও মহানগর ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১লা মে) সকাল ১১ ঘটিকায় গাজীপুর জেলা মহানগরের বিভিন্ন থানার শ্রমিক নেতা ও সাধারণ শ্রমিকদের উপস্থিতিতে, চান্দনা চৌরাস্তা থেকে বিভিন্ন গাড়িতে করে মে দিবসের শ্রমিক র‌্যালি বের করে কোনাবাড়ী ট্রাকস্ট্যান্ডে গিয়ে সমাবেশ করে আবারো চান্দনা চৌরাস্তায় এসে শেষ করে। মে দিবসের র‌্যালি ও সমাবেশে গাজীপুর মহানগর কোনাবাড়ী মেট্রো থানার (সভাপতি) মোঃ ইসরাফিল হোসেন রনি সভাপতিত্বে (সাধারণ-সম্পাদক) মোঃ মোনায়েম হোসেন আজম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোনাবাড়ী মেট্রো থানা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদুর রহমান মামুন। প্রধান অতিথির বক্তব্যে সাজ্জাদুর রহমান বলেন, ১৮৮৬ সালের ১লা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের মর্যাদা, শ্রমের মূল্য এবং দৈনিক আট ঘন্টা কাজের দাবিতে আন্দোলনে শ্রমিকদের আত্মত্যাগের সম্মানে বাংলাদেশ সহ সারা বিশ্বে দিবসটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে পালন করা হয়। দিবসটিকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবেও গণ্য করা হয়। এ দিবসটির আন্তর্জাতিক স্বীকৃতি বিশ্বজুড়ে শ্রমিকদের মর্যাদা ফিরিয়ে এনেছে। মালিক-শ্রমিকদের সম্পর্কে এনেছে ইতিবাচক পরিবর্তন। এই আন্দোলনের ফলেই শ্রমিকদের দৈনিক কাজের সময় নেমে আসে আট ঘণ্টায়। মে দিবসে সমাবেশে আরো উপস্থিত ছিলেন, হাফিজুর রহমান রিন্টু, (সভাপতি) ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন, গাজীপুর জেলা কমিটি। আলহাজ্ব আবুল কাসেম, (সাধারণ সম্পাদক) ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন, গাজীপুর জেলা কমিটি। সাজেদুল ইসলাম সেলিম সভাপতি গাজীপুর মহানগর সহ জেলা, মহানগরের বিভিন্ন থানার শ্রমিক নেতৃবৃন্দ প্রমুখ।


More News Of This Category
bdit.com.bd