গণশক্তি ডেস্কঃ সিরাজগঞ্জ
তিন মাসেরও বেশি সময় আত্মগোপনে থাকার পর এলাকায় আসতেই দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন দুলাল সরকার (৪৬)। তিনি সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি।
বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
আহত দুলাল সরকারের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দুলাল সরকার বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে যান। গত রোববার (১০ নভেম্বর) সন্ধ্যার পর তিনি নাটুয়ারপাড়া নৌকাঘাটে পৌঁছান। এ সময় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট এবং কুপিয়ে জখম করে। মারপিটের একপর্যায়ে তাকে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে চলে যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তার স্বজনরা গিয়ে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
বুধবার (১৩ নভেম্বর) আহত দুলালের মেয়ের জামাই লিখন বাবু জানান, তার শ্বশুরের অবস্থা আশঙ্কাজনক। এখনো তিনি অচেনত অবস্থায় রয়েছেন। চিকিৎসকরা বলেছেন মাথায় আঘাতের কারণে রক্ত জমাট বেঁধে আছে। হাত, পা ও বুকসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে কাজিপুর থানার ওসি মো. নুরে আলম বলেন, দুলালকে মারধরের কথা শুনেছি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫