দৈনিক গণশক্তিঃ সাতক্ষীরা
মা-বোনেরা ঘরে ও কর্মস্থলে সুরক্ষিত থাকবে জানিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, কথা দিচ্ছি ক্ষমতায় গেলে নারীদের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না।
শনিবার (৩০ নভেম্বর) বিকেলে সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, বিশ্বনবি সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ কাজেও নারীদের যুক্ত করেছেন। যুদ্ধ ক্ষেত্রে নারীদের যুক্ত করেছেন। তাই আমরা তাদের আটকে রাখার কে।
ডা. শফিকুর রহমান বলেন, নারীরা সামর্থ অনুযায়ী দেশের জন্য আত্মনিয়োগ করবে। তাদের পোশাক নিয়ে আমরা বাধ্য করবো না। তারা ইচ্ছা ও খুশিমতো পোশাক পরতে পারবে।
তিনি বলেন, জাতীয় স্বার্থে দল ও ধর্মের ঊর্ধ্বে থেকে কাজ করবে জামায়াত। আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। ইনসাফ কায়েম করতে চাই। যেখানে মানুষ চাইলেও অধিকার পাবে, না চাইলেও অধিকার পাবে।
জামায়াত আমির বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির চমৎকার বাগান। এ বাগানে মাঝে মধ্যে হুতোম পেঁচা ঢুকে পড়ে। এদের সম্পর্কে সতর্ক থাকতে হবে। আমরা এমন দেশ চাই যেখানে মসজিদ, মন্দির ও গির্জা কোনো কিছুই পাহারা দেওয়া লাগবে না।নারীদের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না: জামায়াত আমির
তিনি বলেন, আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। এ দেশকে পৃথিবীর শ্রেষ্ঠ দেশ বানাতে চাই। তবে কোনো উসকানিতে ফাঁদে পা দেওয়া যা বে না।
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫