মাটি মামুন, রংপুর :
রংপুর মহানগর পরশুরাম থান কর্তৃক চার বোতল মাদক ফেন্সিডিল সহ গ্রেফতার দুই। যৌথ বাহিনী ও পরশুরাম থানার এসআই মনিরুল ইসলাম সংগীয় ফোর্সের সহায়তায় ৭ মার্চ শুক্রবার বিকেলে পরশুরাম থানাধীন বুড়িহাট মন্টুর মিল জাফরগঞ্জ রোড নওয়াব আলী স্টোর এর সামনে থেকে ২ নং ওয়ার্ড হাজিরহাট গোয়ালু এলাকার আবেদ আলী পুত্র লাভলু মিয়া (৩০)। একই এলাকার আব্দুল জব্বারের পুত্র মোঃ মাসুদ মিয়া (৩০) কে চার বোতল মাদক ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয়। পাশাপাশি ওই মামলায় পলাতক কোবারু নতুনপাড়া এলাকার মোঃ আঃ হাই এর পুত্র মশিয়ার রহমান (৩২) রংপুরসহ মামলা রুজু করা হয়। তাদের নামে পরশুরাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণি ১৪(ক)/৪১ ধারার মামলা রুজু করা হয়।