মোহাম্মদ রুস্তম আলী, স্টাফ রিপোর্টার কিশোরগঞ্জ :
কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার ৫নং শাহেদল ইউনিয়ন বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অদ্য শনিবার (১৫ মার্চ) বিকালে গলাচিপা মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় এ মাহফিল। শাহেদল ইউনিয়ন বিএনপি’র সভাপতি জনাবঃ- মোঃ আবু বকর সিদ্দিক এর সঞ্চালনা ও জেলা বিএনপি’র যুগ্ন সাধারণ মোঃ জহিরুল ইসলাম মবিন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ-মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ ইসরাইল মিঞা, জেলা যুবদলের সভাপতি জি,এস, খসরুজ্জামান শরীফ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ শহীদুল্লাহ কায়সার শহীদ, হোসেনপুর উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মোঃ সেলিম মাহবুব সবুজ। এ ছাড়াও হোসেনপুর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এই সময় প্রায় ২৫০০ শত লোক’কে সাথে নিয়ে উৎসব মুখোর পরিবেশে এই ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত হয়।