মোকছেদুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :
বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁর ধামইরহাট উপজেলা শাখার আহব্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ১০ এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৪ টায় ধামইরহাট উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে আহব্বায়ক মোঃ আবু বাশার ও সদস্য সচিব মোঃ নুর সাইদ ইসলামকে নির্বাচিত করে ৭ সদস্য বিশিষ্ট আহব্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে দৈনিক আমার জনতা প্রতিনিধি মোঃ ইউসুফ আলীকে যুগ্ন আহবায়ক, দৈনিক অপরাধ সংবাদ প্রতিনিধি রথীন্দ্রনাথ মন্ডলকে যুগ্ম আহ্বায়ক, আর স্টার টিভি ডটকম মোঃ গোলাম রাব্বানীকে যুগ্ম আহ্বায়ক, দৈনিক সময়ের আলো ২৪ প্রতিনিধি মোঃ বিল্পব হোসেনকে সদস্য সাংগঠনিক, দৈনিক বাংলা প্রতিদিন প্রতিনিধি মোঃ মেহেদী হাসানকে সদস্য অর্থ হিসেবে ঘোষণা করা হয়।
এ সময় পূর্বের বাংলাদেশ প্রেসক্লাব ধামইরহাট উপজেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।