অথই নূরুল আমিন :
রাজনীতি ঢাকার আদাবর থানাধীন আদাবর বাজার সংলগ্ন অবস্থিত। দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, মিশন শিক্ষা পরিবার আয়োজিত। শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা ও বই বিতরণ কর্মসূচি আজকে অনুষ্ঠিত সকাল দশ ঘটিকায় মিশন ইন্টারন্যাশনাল কলেজের প্রিন্সিপাল জনাব মুহাম্মদ হুমায়ুন কবির স্যারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার শ্লোগান হচ্ছে “মানুষ গড়ার প্রত্যয়ে নিরন্তর পথচলা”।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, “সুন্নাহর আলোকে সকাল – সন্ধ্যার দু’আ ও যিকর ” বইয়ের লেখক, মুহাদ্দিস মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন, কবি কলামিস্ট ও রাষ্ট্র বিজ্ঞানী, অথই নূরুল আমিন।
তারিখ ও সময় সূচী : মিশন শিক্ষা পরিবার।
শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা। তারিখ:০৬.০৪. ২৫,
সময় : সকাল ১০ টা থেকে শুরু। প্রাথমিক কথা ও আলোচনা করেন মিশন পরিবারের কেন্দ্রীয় উপাধ্যক্ষ, ১০:১০ টায় উদ্বোধনী বক্তব্য: বক্তব্য রাখেন : কেন্দ্রীয় অধ্যক্ষ,
১০:২০ টায় হাদিসের আলোকে শিক্ষকতা বিষয়ে আলোচনা করেন, জনাব মুহাম্মদ হুমায়ুন কবির(সেক্রেটারি বায়তুল আমান সোসাইটি কেন্দ্রীয় জামে মসজিদ)
১১ ঘটিকার সময় : আদর্শ শ্রেণি শিক্ষকের করণীয় আলোচনা করেন : জনাব শামীমা ইয়াসমিন (জীববিজ্ঞান বিভাগ),
১২ ঘটিকার সময় : মডেল ডায়েরি মেন্টেইন,হল পরিদর্শন, উত্তরপত্র মূল্যায়ন এবং ফলাফল তৈরির কর্মপদ্ধতি পরিচালনা করেন, জনাব কাউছার আহাম্মেদ (স্বাগতিক শাখা পরিচালক), ১:০০-১:৩০ ঘটিকার সময় : সালাতুল যোহর এবং লাঞ্চ বিরতি।
১:৩০-২:৩০ ঘটিকার সময় : একজন আদর্শ শিক্ষকের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে আলোচনায় করেন : মুহাদ্দিস মাহমুদুল হাসান (খতিব, বায়তুল আমান কেন্দ্রীয় জামে মসজিদ,বিশিষ্ট লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব), ২:৪৫ ঘটিকায় সমাপনী বক্তব্য পেশ করবেন (কেন্দ্রীয় অধ্যক্ষ মহোদয়)