গণশক্তি ডেস্কঃ
হলের আসন বরাদ্দ নিয়ে দ্বন্দ্বের জেরে দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্র চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় আহত হেয়েছেন বেশ কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
সাধারণ শিক্ষার্থীরা জানান, গত ১০ নভেম্বর হলের ফরম বিতরণের পর ১৯ নভেম্বর ৩০০ জনের ফলাফল ঘোষণা করা হয়। সেই ফলাফল প্রত্যাহার করে নতুন করে প্রক্রিয়া শুরুর দাবি জানান শিক্ষার্থীদের একাংশ। তাদের দাবি সুষ্ঠু বণ্টন হয়নি। এ নিয়ে কয়েকদিন ধরে দুইপক্ষের বিরোধ চলছিল। এরই জেরে বিকেলে সংঘর্ষে জড়ান তারা। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। ভাঙচুর করা হয় ক্যাম্পাসের ফটক ও স্থাপনায়।
এদিকে, সংঘর্ষের ঘটনায় একে অপরকে দায়ী করেছে ছাত্রদল ও শিবির। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ডিসি (উত্তর) মোহাম্মদ ফয়সাাল আহমেদ বলেন, ‘দুপক্ষ সিট বরাদ্দ নিয়ে সংঘর্ষে জড়ায়। পরে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এখনও বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।’
প্রধান উপদেষ্টা: আতিকুল ইসলাম আতিক, উপদেষ্টা: অথই নূরুল আমিন, সম্পাদক / প্রকাশক: মো.টুটুল তালুকদার, নির্বাহী সম্পাদক: সাজ্জাকুল ইসলাম (রাজ্জাক), আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট নূরনবী সরদার, প্রধান কার্যালয়: চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স (2) ---২ তলা , কাঁচাবাজার রোড গাজীপুর সিটি কর্পোরেশন কোড:-'নং: ১৭০২, বাংলাদেশ, যোগাযোগ, ✆ মোবাইল: ০১৭৫৭-২৮৬৩০২ / ০১৯২৩-৪২৪১৭২ (সম্পাদক / প্রকাশক) ই-মেইল: [email protected]
(Post / Zip Code) No. :-" 1702, Gazipur, Chandna, Chowrasta web: https://www.dailysomoyerdak.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫