জোবায়ের হোসেন (ইফতি), বিশেষ প্রতিনিধি :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার মামলার এজাহারনামীয় গ্রেফতার হওয়া আসামিকে ছাড়িয়ে নিতে থানার ওসির ওপর চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে গণঅধিকার পরিষদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে।
শুক্রবার (৭ মার্চ) রাতে গাজীপুর মহানগরের গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মোহাম্মদ রাসেদের কাছে হত্যা মামলার আসামি গোলাম আজমকে মুক্তি দেওয়ার চাপ সৃষ্টি করেন তারা। তবে থানা পুলিশ আসামিকে না ছাড়ায় নেতাকর্মীরা থানার ভেতরে হট্টগোল করেন বলে অভিযোগ উঠেছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়া এলাকার মৃত আব্দুল মোতালেবের ছেলে মোহাম্মদ গোলাম আজম (৪৯) ঢাকার রূপায়ন সিটি থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করে গাছা থানা পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় তিনি এজাহারনামীয় আসামি। গ্রেফতারের পর গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা থানায় গিয়ে ওসির কাছে তাকে ছাড়ানোর তদবির করেন। তবে ওসি এতে রাজি না হলে তারা চাপ সৃষ্টি করেন এবং পরে থানায় হট্টগোল করেন।
এদিকে আসামিকে ছাড়াতে ব্যর্থ হয়ে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা থানার ওসির বিরুদ্ধে খারাপ আচরণের অভিযোগ তোলেন।
এ বিষয়ে গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মোহাম্মদ রাসেদ জানান, “হত্যা মামলার আসামিকে ছাড়িয়ে নিতে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা তদবির করেন। আমি তাদের অনৈতিক প্রস্তাবে রাজি হইনি, তাই তারা আমার ওপর চাপ প্রয়োগ করেন।”