সাথী আক্তার, মিরপুর :
২৭ মার্চ বৃহস্পতিবার প্রথম নারী শহীদ কবি সাংবাদিক মেহেরুন্নেসার শাহাদাত দিবস উপলক্ষে মিরপুর প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করে ঢাকা উত্তর নারী সাংবাদিক ফোরাম। পপি খাতুন এর সভাপতিতে আলোচনা শেষে ঢাকা উত্তর নারী সাংবাদিক ফোরামের ২৫/২৬ সালের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ২৩ সদস্য বিশিষ্ট কমিটিতে পপি খাতুনকে সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসাবে রুপালী আক্তার সাথীকে ঘোষণা করা হয়। অন্যান্যরা হলেন। সহ-সভাপতি সাফিনা মারুফ। যুগ্ম সাধারণ সম্পাদক রুমানা আক্তার মিম। সাংগঠনিক সম্পাদক আসমা বেগম। অর্থ সম্পাদক হাসিনা আক্তার। সমাজকল্যাণ সম্পাদক মরিয়ম আক্তার মাইশা। সদস্য রেদওয়ান আফরিন, লিপি, আমিনা খাতুন, মরিয়ম আক্তার, মিথিলা, লিজা, লুবানা, রেনু, বিলকিস, হেলেনা, শাহনাজ, সুলতানা, নাসিমা আক্তার তমা, মিনারা, বিনা, অঞ্জলি।