সৈয়দ মইনুল হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জ জেলা সদরের নগুয়াতে ছয় বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই ঘটনা ঘটার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত দিদার (২২) শহরের নগুয়া বাসস্ট্যান্ড এলাকার মৃত ময়না মিয়ার ছেলে। ভুক্তভোগী শিশুর পিতা কিশোরগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মাদ্রাসায় কেজি শ্রেণীতে পড়াশোনা করছে। তার পিতা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুবাদে নগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি ভাড়া করা বাসায় থাকেন। ঘটনার দিন সন্ধ্যায় অভিযুক্ত দিদার চকোলেটের প্রলোভন দেখিয়ে শিশুটিকে পাশের এক বাসায় নিয়ে মুখ চেপে ধর্ষণ করে এবং কাউকে কিছু না বলার জন্য হুমকি দেয়। শিশুটি বাসায় আসলে শিশুর মা রক্তক্ষরণ দেখে অবস্থা বুঝতে পেরে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। শিশুটি বর্তমানে উক্ত হাসপাতালে ভর্তি আছে।এ প্রসঙ্গে শিশুটির বাবা প্রতিবেদককে বলেন,নিজ বাড়ি নড়াইল জেলায় হওয়া স্বত্বেও বেসরকারি চাকরির কারণে কিশোরগঞ্জ জেলার নগুয়াতে স্ত্রীসহ বসবাস করছেন। এমন জঘন্যতম অপরাধের বিচার পাওয়ার জন্য থানায় অভিযোগ দায়ের করেন। তিনি আরো জানান, অভিযোগ দায়েরের পর থেকেই তার ও পরিবারের ক্ষতি করার জন্য মুঠোফোনে হুমকি দিয়ে যাচ্ছে অভিযুক্তর পরিচিতজনরা। কান্নাজড়িত কণ্ঠে অসহায় পিতা এই ন্যাক্কারজনক ঘটনার বিচার প্রার্থনা করছেন।এ প্রসঙ্গে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন সময়ের ডাককে জানান, গতকাল মৌখিক অভিযোগ পাওয়ার পর থেকেই দিদারকে ধরতে অভিযান চলছে।আজ বুধবার ভুক্তভোগীর পিতা লিখিত অভিযোগ দায়ের করলে জেলা পুলিশ সুপারের নির্দেশে আসামিকে গ্রেফতার করতে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।