• রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
কাশেমপুর ভূমি অফিসে দালালদের দৌরাত্ম ভোগান্তিতে সাধারণ মানুষ শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের দৌরাত্ম্য, সেবায় চরম বিঘ্ন ও ভোগান্তি রাঙ্গামাটি কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নস্থ সোনাইছড়িতে মাহা সাংগ্রাই জলকেলি উৎসব২০২৫ খ্রিঃ অনুষ্ঠিত গাজীপুরে বিএনপি নেতার অশ্লীল ভিডিও ভাইরাল, নিন্দার ঝড় । দৈনিক সময়ের ডাক গাজীপুর মহানগরের ১৪ নং ওয়ার্ডের কৃষক দলের কমিটি গঠন প্রসঙ্গে আলোচনা সভা অনুষ্ঠান গাজীপুর ছাত্রদলের দুর্দিনের কর্মী অনিক কে বহিষ্কার করায় প্রতিবাদের ঝড় কর্মীদের মাঝে গাজীপুর মহানগর বিএনপি ও সহযোগী সংগঠন নববর্ষে বর্ষবরণের বর্ণিল শোভাযাত্রায় অংশ নেয় হাজারো মানুষ গাজীপুরে বাসন মেট্রো থানা জিয়া সৃতি সংসদ বৈশাখী শোভাযাত্রায় অংশ গ্রহন। বাংলা নববর্ষ আমাদের জাতীয় জীবনের আনন্দময় উৎসব —-মো: টুটুল তালুকদার মাননীয় প্রধান উপদেষ্টা, প্রিয় আশিক চৌধুরী বনাম একশ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রসঙ্গে খোলা চিঠি।

কিশোরগঞ্জে ছয় বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্তকে গ্রেফতার করতে চলছে অভিযান

সৈয়দ মইনুল হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি / / ৫৬ Time View
Update : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫

সৈয়দ মইনুল হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি :

কিশোরগঞ্জ জেলা সদরের নগুয়াতে ছয় বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই ঘটনা ঘটার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত দিদার (২২) শহরের নগুয়া বাসস্ট্যান্ড এলাকার মৃত ময়না মিয়ার ছেলে। ভুক্তভোগী শিশুর পিতা কিশোরগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মাদ্রাসায় কেজি শ্রেণীতে পড়াশোনা করছে। তার পিতা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুবাদে নগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি ভাড়া করা বাসায় থাকেন। ঘটনার দিন সন্ধ্যায় অভিযুক্ত দিদার চকোলেটের প্রলোভন দেখিয়ে শিশুটিকে পাশের এক বাসায় নিয়ে মুখ চেপে ধর্ষণ করে এবং কাউকে কিছু না বলার জন্য হুমকি দেয়। শিশুটি বাসায় আসলে শিশুর মা রক্তক্ষরণ দেখে অবস্থা বুঝতে পেরে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। শিশুটি বর্তমানে উক্ত হাসপাতালে ভর্তি আছে।এ প্রসঙ্গে শিশুটির বাবা প্রতিবেদককে বলেন,নিজ বাড়ি নড়াইল জেলায় হওয়া স্বত্বেও বেসরকারি চাকরির কারণে কিশোরগঞ্জ জেলার নগুয়াতে স্ত্রীসহ বসবাস করছেন। এমন জঘন্যতম অপরাধের বিচার পাওয়ার জন্য থানায় অভিযোগ দায়ের করেন। তিনি আরো জানান, অভিযোগ দায়েরের পর থেকেই তার ও পরিবারের ক্ষতি করার জন্য মুঠোফোনে হুমকি দিয়ে যাচ্ছে অভিযুক্তর পরিচিতজনরা। কান্নাজড়িত কণ্ঠে অসহায় পিতা এই ন্যাক্কারজনক ঘটনার বিচার প্রার্থনা করছেন।এ প্রসঙ্গে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন সময়ের ডাককে জানান, গতকাল মৌখিক অভিযোগ পাওয়ার পর থেকেই দিদারকে ধরতে অভিযান চলছে।আজ বুধবার ভুক্তভোগীর পিতা লিখিত অভিযোগ দায়ের করলে জেলা পুলিশ সুপারের নির্দেশে আসামিকে গ্রেফতার করতে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।


More News Of This Category
bdit.com.bd