• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের দৌরাত্ম্য, সেবায় চরম বিঘ্ন ও ভোগান্তি রাঙ্গামাটি কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নস্থ সোনাইছড়িতে মাহা সাংগ্রাই জলকেলি উৎসব২০২৫ খ্রিঃ অনুষ্ঠিত গাজীপুরে বিএনপি নেতার অশ্লীল ভিডিও ভাইরাল, নিন্দার ঝড় । দৈনিক সময়ের ডাক গাজীপুর মহানগরের ১৪ নং ওয়ার্ডের কৃষক দলের কমিটি গঠন প্রসঙ্গে আলোচনা সভা অনুষ্ঠান গাজীপুর ছাত্রদলের দুর্দিনের কর্মী অনিক কে বহিষ্কার করায় প্রতিবাদের ঝড় কর্মীদের মাঝে গাজীপুর মহানগর বিএনপি ও সহযোগী সংগঠন নববর্ষে বর্ষবরণের বর্ণিল শোভাযাত্রায় অংশ নেয় হাজারো মানুষ গাজীপুরে বাসন মেট্রো থানা জিয়া সৃতি সংসদ বৈশাখী শোভাযাত্রায় অংশ গ্রহন। বাংলা নববর্ষ আমাদের জাতীয় জীবনের আনন্দময় উৎসব —-মো: টুটুল তালুকদার মাননীয় প্রধান উপদেষ্টা, প্রিয় আশিক চৌধুরী বনাম একশ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রসঙ্গে খোলা চিঠি। নওগাঁয় ক্ষুদ্রনৃগোষ্টি আদিবাসী পরিবারের গৃহবধু পরোকিয়ার বলি শিকার অতঃপর সন্ধ্যারানীকে ফিরেপেতে সংবাদ সম্মেলন

ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের প্রাক্তন ইমাম ১৬ বৎসর পরে পুনর্বহাল

সৈয়দ মইনুল হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি / / ৩৬ Time View
Update : সোমবার, ৩ মার্চ, ২০২৫

সৈয়দ মইনুল হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি :

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের ইমাম পরিবর্তন করা হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় মুফতি এ কে এম সাইফুল্লাহকে ১৬ বছর পর শোলাকিয়া ঈদগাহ মাঠের ইমাম হিসাবে পুনর্বহাল করা হয়। বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ এরশাদ মিয়া সাংবাদিকদের জানান, এখন থেকে শোলাকিয়া ঈদগাহে ইমামতি করবেন মুফতি এ কে এম সাইফুল্লাহ।

সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান। সভায় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মোছাঃ মুস্তারী কাদেরী, পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত,সিভিল সার্জন ডাঃ সাইফুল ইসলাম, সেনা কর্মকর্তা মেজর রায়হান, জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা জামায়াতের আমির অধ্যাপক রমজান আলী ও সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার, জিপি এডভোকেট জালাল মোঃ গাউস,পিপি অ্যাডভোকেট জালাল উদ্দিন, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, সাংগঠনিক সম্পাদক ঈসরাইল মিয়া ও আমিনুল ইসলাম আশফাক, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইকরাম হোসেন ও সদস্য সচিব ফয়সাল প্রিন্স, জেলা গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক অভি চৌধুরী প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে মুফতি এ কে এম সাইফুল্লাহকে শোলাকিয়া ঈদগাহের ইমাম হিসাবে পুনর্বহাল করা হয়। এছাড়া হয়বতনগর এ ইউ কামিল মাদরাসার তফসির বিভাগের প্রভাষক মাওলানা জুবায়ের ইবনে আব্দুল হাইকে বিকল্প ইমাম হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। উল্লেখ্য, মুফতি সাইফুল্লাহ ২০০৪ সন থেকে ২০০৯ সন পর্যন্ত ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের ইমাম হিসাবে দায়িত্ব পালন করেছেন।২০০৯ সনের ২ সেপ্টেম্বর স্থানীয় আওয়ামী লীগের কতিপয় নেতার চাপে তৎকালীন জেলা প্রশাসক ইমাম হিসাবে নিয়োগ দিয়েছিলেন ইসলাহুল মুসলিমিন পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরিদ উদ্দিন মাসউদকে। তখন এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিলে বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি দিয়ে ঈদ জামাত নিয়ন্ত্রণ করা হয়। মুফতি সাইফুল্লাহর পিতা সর্বজন শ্রদ্ধেয় আলেম মাওলানা এ কে এম নুরুল্লাহ টানা ৩০ বৎসর এই ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের অবৈতনিক ইমাম ছিলেন। উক্ত সভায় আরো সিদ্ধান্ত নেয়া হয় যে, এবারের ১৯৮ তম ঈদুল ফিতরের জামাত সকাল ১০টায় শুরু হবে। দূরের মুসল্লিদের সুবিধার্থে ” শোলাকিয়া ঈদ স্পেশাল ” নামে দুটি বিশেষ ট্রেনের একটি ময়মনসিংহ থেকে ও অপরটি ভৈরব থেকে মুসল্লিদের কিশোরগঞ্জে আনা নেয়া করবে।


More News Of This Category
bdit.com.bd