সৈয়দ মইনুল হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি :
ফিলিস্তিনের গাজায় ইজরায়েলের নৃশংস গণহত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। তৌহিদি জনতার ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। সোমবার জোহরের নামাজের পর ঐতিহাসিক শহীদী মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে আশেপাশের মসজিদ থেকে মুসল্লীরা মিছিল সহকারে এসে তৌহিদি জনতার মিছিলে শরিক হন। মিছিলকারীরা ইজরায়েল ও তার দোসরদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং ইজরায়েলের পণ্য বয়কটের আহ্বান জানান। এ দিকে সোমবার দুপুরে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। ভিসি অধ্যাপক দিলীপ কুমার বড়ুয়া, প্রোভিসি শহিদুল ইসলাম, ট্রেজারার ঈমান আলী, রেজিস্ট্রার লায়লা ইয়াসমিনসহ অন্যরা এতে অংশ নেন। পরে তারা শহরের কালীবাড়ি মোড় এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। বিভিন্ন উপজেলায়ও ইজরায়েলবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।