• সোমবার, ১৯ মে ২০২৫, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরের কাপাসিয়ায় সাংবাদিকের উপর হামলার ঘটনায় আটক-২ গাজীপুরে চোরাই মোটরসাইকেল ঢাকায় উদ্ধার গ্রেফতার ১ ৬ দফা দাবিতে জার্মান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মানববন্ধন রংপুরে চাঁদাবাজির অভিযোগ তুলে বৈষম্যবিরোধী ছাত্রনেতার পদত্যাগ নওগাঁর শাপাহারে জনসাধারণের ভোগান্তি কমাতে অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘোষণা নির্বহী অফিসার সেলিম আহমেদ গাজীপুরে চামচা রং ঢং ও গাজীপুর ক্রাইম ফেসবুক ফেক আইডি খুলে বিভিন্ন পেশার মানুষের নামে মিথ্যা পোস্ট অপপ্রচার কবিগুরুর কাচারীবাড়ি পতিসরে শেষ হলো তিন দিনব্যাপী জাতীয় রবীন্দ্র উৎসব আ. লীগ নিষিদ্ধে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত কিশোরগঞ্জের ভৈরবে জম-জমাট ভেজাল মশলার বানিজ্য, হুমকিতে জনস্বাস্থ্য যশোরের বেনাপোলে ৫ মামলার আসামি আটক

৬ দফা দাবিতে জার্মান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক / / ১৮ Time View
Update : শুক্রবার, ১৬ মে, ২০২৫

নিজস্ব প্রতিনিধি :

গাজীপুর মহানগরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থিত জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে মানববন্ধন করছেন।

শুক্রবার (১৬ মে) সকাল থেকে নগরের তেলিপাড়া টিএন্ডটি এলাকায় বিশ্ববিদ্যালয়ের সামনে তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে ছয় দফা দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীরা। এ নিয়ে তাদের সঙ্গে শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আলোচনার কথা ছিল। কিন্তু এর আগে বৃহস্পতিবার (১৫ মে) রাতে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সকালে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনে এসে অবস্থান নেন।

তাদের ছয় দফা দাবিগুলো হলো—বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসি নিয়োগ, শিক্ষক নিয়োগ, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভবন, ল্যাবরেটরি নির্মাণ, বিশ্ববিদ্যালয় প্রশাসনের হয়রানি বন্ধ ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট সুবিধা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, আমরা শিক্ষার্থীরা বেশ কিছুদিন ধরে ৬ দফা দাবি জানিয়ে আসছি। এ নিয়ে শুক্রবার আমাদের সঙ্গে আলোচনা করার কথা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। এর আগে রাতেই কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে। পরে সকালে শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে জড়ো হয়ে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়াসহ ছয় দফা দাবিতে আন্দোলন করছি।

শিক্ষার্থীরা আরো বলেন অবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দিতে হবে। এবং আজকে যারা কলেজে তালা লাগিয়ে দিয়েছে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ দিতে হবে। গত তিন বছর এই বিশ্ববিদ্যালয়ে কোন ভিসি নাই। ভিসি না থাকায় সার্টিফিকেট গ্রহণ যোগ্যতা পায় না। তাই দ্রুত সময়ের মধ্যে ভিসি ও প্রো-ভিসির নিয়োগের ব্যবস্থা করে বিশ্ববিদ্যালয় খুলে দিতে হবে তা না হলে আগামী রবিবার আমরা বৃহত্তর আন্দোলনে যাবো।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহিন খান বলেন শুক্রবারে কলেজ কতৃপক্ষের সাথে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আলোচনার কথা থাকলেও কতৃপক্ষ বৃহস্পতিবার রাতেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে নোটিশ দিলে তারা এই আন্দোলন করেন।


More News Of This Category
bdit.com.bd